scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp Cashback : হোয়াটসঅ্য়াপে এবার টাকার বৃষ্টি, করতে হবে এই ছোট কাজ

WhatsApp Cashback soon to start this feature one
  • 1/10

WhatsApp Cashback: শিগগিরি ইউজারদের টাকা দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পেমেন্ট পরিষেবা বাড়ানোর জন্য হোয়াটসঅ্যাপ ক্যাশব্যাক পুরস্কার প্রকাশ করতে চলেছে। 

WhatsApp Cashback soon to start this feature two
  • 2/10

কোম্পানিটি দীর্ঘদিন ধরে এই ফিচারটি পরীক্ষা করে আসছিল। এখন খবর আসছে যে Google Pay এবং PhonePe-এর মতো পেমেন্ট অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে হোয়াটসঅ্যাপ পেমেন্টে শিগগিরি ক্যাশব্যাক স্কিম শুরু হতে পারে।

WhatsApp Cashback soon to start this feature three
  • 3/10

সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে, এই ক্যাশব্যাক স্কিমটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য জারি করার কথা বলা হচ্ছে যখন হোয়াটসঅ্যাপ ভারতে 100 মিলিয়ন ব্যবহারকারীদের পেমেন্ট পরিষেবা দেওয়ার অনুমোদন পেয়েছে।

Advertisement
WhatsApp Cashback soon to start this feature four
  • 4/10

রিপোর্টে বলা হয়েছে যে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ মে মাসের শেষ নাগাদ ক্যাশব্যাক অফার চালু করতে পারে। এতে ব্যবহারকারীদের WhatsApp পেমেন্ট পরিষেবার মাধ্যমে তহবিল স্থানান্তর করার জন্য 33 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। 

WhatsApp Cashback soon to start this feature five
  • 5/10

অর্থাৎ, এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ইউপিআই পরিষেবা ব্যবহার করে তহবিল স্থানান্তর করতে হবে।

WhatsApp Cashback soon to start this feature six
  • 6/10

হোয়াটসঅ্যাপ পেমেন্ট পরিষেবা ব্যবহার করে ব্যবহারকারীরা মেসেঞ্জার অ্যাপের মাধ্যমেই তাদের পরিচিতিগুলিতে অর্থ পাঠাতে পারেন। কোম্পানির পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: যে ভাবে বই রাখলে ভাল রেজাল্ট করা যায়, বাস্তু কী বলছে?

আরও পড়ুন: পড়ুয়া সাজিয়ে সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ, গ্রেফতার প্রধান শিক্ষিকা

WhatsApp Cashback soon to start this feature seven
  • 7/10

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে তিনটি লেনদেন পর্যন্ত ক্যাশব্যাক দেবে। যা হোক, পাঠানো পরিমাণে কোন পার্থক্য হবে না। 

 

Advertisement
WhatsApp Cashback soon to start this feature eight
  • 8/10

অর্থাৎ, ব্যবহারকারীরা যদি একটাকাও ট্রান্সফার করেন, তাহলে তাদের ক্যাশব্যাক দেওয়া হবে।

আরও পড়ুন: দু'দিকে মুখ করে থাকা দু'টো উট একসঙ্গে খেতে পারবে?

আরও পড়ুন: 'পরচর্চা মহিলাদের কাজ,' শুভেন্দুকে বিঁধতে গিয়ে বিতর্কে ফিরহাদ

আরও পড়ুন: উ অন্তভা-র কোরিওগ্রাফার নাচলেন 'কাঁচা বাদাম'এ , Video Viral

WhatsApp Cashback soon to start this feature nine
  • 9/10

কাউন্টারপয়েন্ট রিসার্চের ভাইস প্রেসিডেন্ট নিল শাহ বলেছেন যে হোয়াটসঅ্যাপের ক্যাশব্যাকের পরিমাণ খুব কম মনে হতে পারে। তবে এটা অবশ্যই আপনাকে এর পেমেন্ট পরিষেবা ব্যবহার করার জন্য আকৃষ্ট করবে। একজন ভারতীয় ব্যবহারকারী হিসাবে, আপনি যে অর্থ পাচ্ছেন তা মিস করতে পারবেন না।

WhatsApp Cashback soon to start this feature ten
  • 10/10

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে, হোয়াটসঅ্যাপ বলেছে যে ক্যাশব্যাক অফারটি পর্যায়ক্রমে জারি করা হবে। এটি ব্যবহারকারীদের WhatsApp পেমেন্টের সম্ভাব্যতা আনলক করতে সাহায্য করবে। এর পর হোয়াটসঅ্যাপ Google Pay, Paytm এবং PhonePe-এর মতো পেমেন্ট অ্যাপগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।

Advertisement