সম্প্রতি ইনস্টাগ্রামে নয়া একটি ফিচার এসেছে। এত মুছে যাওয়া পোস্টও ফের উদ্ধার করতে পারবেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য ওই ফোল্ডারে থাকবে। বাকি সমস্ত কিছু ৩০ দিনের পরে নিজেথেকে ডিলিট হয়ে যাবে।
সেখান থেকে সেটিংস অপশনে যান। তারপরে যান অ্যাকাউন্ট অপশন। সেখানেই recently deleted অপশনটি পাবেন।
তারপরে সেখানেই দুটি তালিকা থাকবে। একটিতে থাকবে সদ্য ডিলিট করা ছবি ও অপরটিতে থাকলে ইনস্টা রিলের ভিডিও।
যে ছবি কিংবা ভিডিওটি ফিরিয়ে নিয়ে আসতে চান, সেটিতে ক্লিক করতে হবে। তারপরেই ডানদিকে ৩টে ডট অপশনে ক্লিক করতে হবে।
এরপরেই নিজের অ্যাকাউন্টে ফিরে কয়েকবার রিফ্রেশ করতে হবে। কিছু সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে সেই পোস্টটি ফিরে আসবে।