scorecardresearch
 
Advertisement
টেক

Instagram-এ ডিলিট করা ছবিও পাবেন ফিরে, জানুন এই সহজ টিপস

সম্প্রতি ইনস্টাগ্রামে
  • 1/10

সম্প্রতি ইনস্টাগ্রামে নয়া একটি ফিচার এসেছে। এত মুছে যাওয়া পোস্টও ফের উদ্ধার  করতে পারবেন ব্যবহারকারীরা।
 

recently deleted
  • 2/10

recently deleted  নামে একটি অপশন চালু হয়েছে এখানে আপনার ডিলিট করা পোস্ট ফের ফিরে পাবেন।

ইনস্টাগ্রাম স্টোরি
  • 3/10

ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য ওই ফোল্ডারে থাকবে। বাকি সমস্ত কিছু ৩০ দিনের পরে নিজেথেকে ডিলিট হয়ে যাবে। 

Advertisement
 অ্যাপটি প্লে স্টোর থেকে
  • 4/10

প্রথমে অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করতে হবে। তার পরে নিজের অ্যাকাউন্ট খুলুন।

সেখান থেকে সেটিংস
  • 5/10

সেখান থেকে সেটিংস অপশনে যান। তারপরে যান অ্যাকাউন্ট অপশন। সেখানেই recently deleted  অপশনটি পাবেন। 

দুটি তালিকা থাকবে
  • 6/10

তারপরে সেখানেই দুটি তালিকা থাকবে। একটিতে থাকবে সদ্য ডিলিট করা ছবি ও অপরটিতে থাকলে ইনস্টা রিলের ভিডিও।

যে ছবি কিংবা ভিডিওটি
  • 7/10

যে ছবি কিংবা ভিডিওটি  ফিরিয়ে নিয়ে আসতে চান, সেটিতে ক্লিক করতে হবে। তারপরেই ডানদিকে ৩টে ডট অপশনে ক্লিক করতে হবে।
 

Advertisement
সেখানে ক্লিক করলে
  • 8/10

সেখানে ক্লিক করলে দুটি অপশন আসবে। ডিলিট ও রিস্টোর। আপনাকে রিস্টোর অপশনে ক্লিক করতে হবে। 
 

 নিজের অ্যাকাউন্টে
  • 9/10

এরপরেই নিজের অ্যাকাউন্টে ফিরে কয়েকবার রিফ্রেশ করতে হবে। কিছু সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে সেই পোস্টটি ফিরে আসবে।

যে ছবি কিংবা ভিডিও
  • 10/10

যে ছবি কিংবা ভিডিও যা লাইক-কমেন্ট সহ ডিলিট হয়েছিল। সেগুলি সবকিছুই ফিরে পাবেন রিস্টোর হওয়া ছবিতেই।

Advertisement