scorecardresearch
 
Advertisement
টেক

এতো বড় iPhone! অনলাইনে অর্ডার দিয়ে এ কী পেলেন যুবক

অনলাইনে অর্ডার
  • 1/6

অনলাইনে অর্ডার করে জালিয়াতির শিকার। এমন অভিযোগ মাঝেমধ্যেই সামনে আসে। এবার দেখা যাচ্ছে, অনলাইনে অর্ডার দিয়ে আইফোন পেয়েছেন এক ব্যক্তি। যার আকার মানুষের মতোই। 

অনলাইনে আইফোনের
  • 2/6

কয়েকদিন আগে এক যুবক অনলাইনে আইফোনের অর্ডার দেন। কিন্তু বাড়িতে ডেলিভারির আসার পরেই তিনি দেখেন বিরাট একটা প্যাকেট এসেছে। এতে ওই যুবক ঘাবড়ে যান। আদতে ই কমার্স সাইটের কোনও ভুল নেই। ওই যুবক আই ফোনের বদলে, আইফোনের মতো দেখতে টেবিলের অর্ডার দিয়েছিলেন। 

ঘটনাটি থাইল্যান্ডের
  • 3/6

ঘটনাটি থাইল্যান্ডের। তিনি জানিয়েছেন, ই-কমার্স সাইটে আইফোনে দেখে পছন্দ হয়ে ছিল তার। এরপরেই তিনি অর্ডার দিয়ে দেন। কিন্তু তার বিবরণে কি লেখা আছে,সেটা তিনি দেখননি ।

Advertisement
আইফোনের মতো
  • 4/6

আদতে এটি ছিল আইফোনের মতো দেখতে একটি কফি টেবিল। আইফোনের থেকে অনেক কম দাম ছিল। তাই ওই যুবকটি আর কিছু না ভেবেই অর্ডার দিয়ে দেয়।

ইতিমধ্যে গোটা ঘটনাটি
  • 5/6

ইতিমধ্যে গোটা ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই যুবকের এমন কীর্তি শুনে হতবাক হয়ে গিয়েছে। আইফোনের মতো টেবিল পেয়ে খুশিও ওই যুবক।

অনলাইনে আইফোন
  • 6/6

এর আগে অনলাইনে আইফোন অর্ডার করে ঠকেছে এমন উদাহরণ অনেক আছে। কিন্তু ফোন ভেবে টেবিল অর্ডার দিয়েছে এমন ঘটনা বোধহয় প্রথম।

Advertisement