অনলাইনে অর্ডার করে জালিয়াতির শিকার। এমন অভিযোগ মাঝেমধ্যেই সামনে আসে। এবার দেখা যাচ্ছে, অনলাইনে অর্ডার দিয়ে আইফোন পেয়েছেন এক ব্যক্তি। যার আকার মানুষের মতোই।
কয়েকদিন আগে এক যুবক অনলাইনে আইফোনের অর্ডার দেন। কিন্তু বাড়িতে ডেলিভারির আসার পরেই তিনি দেখেন বিরাট একটা প্যাকেট এসেছে। এতে ওই যুবক ঘাবড়ে যান। আদতে ই কমার্স সাইটের কোনও ভুল নেই। ওই যুবক আই ফোনের বদলে, আইফোনের মতো দেখতে টেবিলের অর্ডার দিয়েছিলেন।
ঘটনাটি থাইল্যান্ডের। তিনি জানিয়েছেন, ই-কমার্স সাইটে আইফোনে দেখে পছন্দ হয়ে ছিল তার। এরপরেই তিনি অর্ডার দিয়ে দেন। কিন্তু তার বিবরণে কি লেখা আছে,সেটা তিনি দেখননি ।
আদতে এটি ছিল আইফোনের মতো দেখতে একটি কফি টেবিল। আইফোনের থেকে অনেক কম দাম ছিল। তাই ওই যুবকটি আর কিছু না ভেবেই অর্ডার দিয়ে দেয়।
ইতিমধ্যে গোটা ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই যুবকের এমন কীর্তি শুনে হতবাক হয়ে গিয়েছে। আইফোনের মতো টেবিল পেয়ে খুশিও ওই যুবক।