গত বছরের নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচার নিয়ে আসা হয়েছিল। কিন্তু দেশের সমস্ত ইউজারদের জন্য এই ফিচার নিয়ে আসা হয়নি। এবার হোয়াটসঅ্যাপ দেশের সমস্ত গ্রাহকদের জন্য ফিচার নিয়ে এসেছে।
সংস্থা জানিয়েছে, এই পদ্ধতিতে টাকা লেনদেন আরও মসূণ হবে অনলাইনে। সাধারাণত কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা নির্দিষ্ট কাউকে টাকা পাঠাতে এই পেমেন্ট অপশন নিয়ে আসা হয়েছে।
প্রায় ১৬০টি ব্যাঙ্ক তালিকাভুক্ত রয়েছে হোয়াটসঅ্যাপ পে অপশনে। National Payments Corporation of India পার্টিনারশিপে এই ফচার আনা হয়েছে।
হোয়াটসঅ্যাপ পে চালু করতে প্রথমে সেটিংস মেনুতে যান। সেখানেই Add New Payment অপশনে ক্লিক করতে হবে। তারপরেই বিভিন্ন ব্যাঙ্কের তালিকা খুলে যাবে। সেখানে নিজের ব্যাঙ্কের নামে ক্লিক করতে হবে।
এরপরে বৈধতা যাচাই করার জন্য রেজিস্টার মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। তারপরেই ফোন নম্বর দিয়ে সিলেক্ট করবে হবে। তারপরেই সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ পে- অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।