দেশে 5G নেটওয়ার্ক লঞ্চ হয়ে গিয়েছে। এখন মানুষ এই পরিষেবা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই ৮টি শহরে লঞ্চ হয়েছে Airtel 5G Plus পরিষেবা। সেই শহরগুলি হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসী। তবে বহু গ্রাহক অভিযোগ করছেন যে, 5G সাপোর্টেড ফোন থাকা সত্ত্বেও তাঁরা এই পরিষেবা পাচ্ছেন না।
এই বিষয়ে জানা যাচ্ছে যে, খুব তাড়াতাড়িই OTA আপডেট জারি করতে চলেছে স্মার্টফোন সংস্থাগুলি। তবে তাতে কতো সময় লাগবে তা এখনও নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। এয়ারটেল সেই সমস্ত স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে যেগুলিতে 5G পরিষেবা মিলবে।
Xiaomi, Redmi ও Poco-র স্মার্টফোনে মিলবে Airtel 5G
যদি আপনার Xiaomi, Redmi ও Poco-র স্মার্টফোন থাকে তাহলে এখানে সেই তালিকা তুলে ধরা হচ্ছে যেগুলিতে 5G পরিষেবা মিলবে। নিচে সেই তালিকা দেওয়া হল। চলুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
Xiaomi Mi 10
Xiaomi Mi 10i
Xiaomi Mi 10T
Xiaomi Mi 10T pro
Xiaomi Mi 11 Ultra
Xiaomi Mi 11X Pro
Xiaomi Mi 11X
Poco M3 Pro 5G
Poco F3 GT
Xiaomi Mi 11 Lite NE
Redmi Note 11T 5G
Xiaomi 11T Pro
Xiaomi 11i Hyper Charge
Redmi Note 10T
Redmi Note 11 pro plus
Poco M4 5G
Poco M4 Pro 5G
Xiaomi 12 pro
Xiaomi 11i
Redmi 11 prime + 5G
Redmi K50i
Poco F4 5G
Poco X4 pro
আরও পড়ুন - ঠিক কী ঘটেছিল দশমীর রাতে? মৃত্যুর আগে বন্ধুকে ফোনে অয়ন জানান...