BSNL গ্রাহকদের জন্য অনেক ধরনের প্ল্যান অফার করে। অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় এর প্ল্যানও অনেক সস্তা। সম্প্রতি BSNL ১৯ টাকার একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। এতে সিমটি এক মাস সচল রাখা যাবে। পাশাপাশি সংস্থার ৩৯৯ টাকার প্ল্যানও রয়েছে। BSNL-এর ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহক ৮০ দিন পর্যন্ত ডেটা এবং কল উপভোগ করতে পারবেন। চলুন প্ল্যানটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
BSNL-এর ৩৯৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীদের ৮০ দিনের বৈধতা দেওয়া হয়। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই প্রিপেইড প্ল্যানে সংস্থা ব্যবহারকারীদের প্রতিদিন ১ GB মোবাইল ডেটা দেয়। সঙ্গে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ এসএমএসও দেওয়া হয়।
BSNL-এর এই প্ল্যানে ব্যবহারকারীদের বিএসএনএল টিউন এবং লোকধুন কন্টেন্টে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। অর্থাৎ, এই প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্য ভাল যাঁরা কম টাকায় দীর্ঘমেয়াদী প্ল্যান খুঁজছেন।
অন্যান্য টেলিকম সংস্থাগুলির কেউই এই দামে এমন কোনও প্ল্যান দিচ্ছে না। অন্যান্য টেলিকম অপারেটরদের এই টাকার প্ল্যানে মোটামুটি এক মাসের বৈধতা দেওয়া হয়।
তবে সেই প্ল্যানগুলিতে ইউজার দৈনিক ২ GB-র বেশি ডেটা পান। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য যে, BSNL-এ থ্রি-জি পরিষেবা পাওয়া যাবে। আগামী অগাস্ট মাসে ফোর-জি পরিষেবা চালু করার কথা বিএসএনএল-এর। তাই যাঁদের সেকেন্ডারি সিম রয়েছে তাঁদের জন্য এই প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন - Election LIVE : ত্রিপুরাতে ৩ আসনে হাজার ভোটের গণ্ডি পার করতে পারল না TMC