scorecardresearch
 

Elon Musk-এর বড় ঘোষণা, সাসপেন্ড করা হবে এই Twitter অ্যাকাউন্টগুলি

ট্যুইটে এলন মাস্ক (Elon Musk) লেখেন, 'আগে আমরা অ্যাকাউন্ট স্থগিত করার আগে একটি সতর্কতা জারি করেছিলাম, কিন্তু এখন আমরা ব্যাপক যাচাইকরণ চালু করছি।' সেই অনুযায়ী, কোনও সতর্কতা না থাকলে, অ্যাকাউন্ট সরাসরি সাসপেন্ড করা হবে। সেক্ষেত্রে এটি ট্যুইটার ব্লু-তে সাইন আপ করার শর্ত হিসাবে গণ্য হবে। 

Advertisement
ট্যুইটার নিয়ে বড় ঘোষণা এলন মাস্কের ট্যুইটার নিয়ে বড় ঘোষণা এলন মাস্কের
হাইলাইটস
  • বড় ঘোষণা ট্যুইটারের
  • কাদের অ্যাকাউন্ট হবে সাসপেন্ড?
  • জানিয়ে দিলেন এলন মাস্ক

এলন মাস্ক ট্যুইটার (Twitter) কেনার পর থেকে প্রায় প্রতিদিনই আসছে কোনও না কোনও আপডেট। এবার ট্যুইট করে আরও এক বড় আপডেট দিলেন সংস্থার কর্ণধার এলন মাস্ক। লাগাতার ৩টি ট্যুইট করে মাস্ক জানান, সেই সমস্ত অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে, যেগুলি নিজেদের পরিচয় পরিবর্তন করবে। যদি কোনও প্যারোডি অ্যাকাউন্ট থাকে, তবে সেটিও স্পষ্টভাবে লেখা থাকতে হবে। নয়তো সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হবে, যেগুলি অন্য কারও নাম বা ছবি ব্যবহার করছে। 

ট্যুইটে মাস্ক (Elon Musk) আরও লেখেন, 'আগে আমরা অ্যাকাউন্ট স্থগিত করার আগে একটি সতর্কতা জারি করেছিলাম, কিন্তু এখন আমরা ব্যাপক যাচাইকরণ চালু করছি।' সেই অনুযায়ী, কোনও সতর্কতা না থাকলে, অ্যাকাউন্ট সরাসরি সাসপেন্ড করা হবে। সেক্ষেত্রে এটি ট্যুইটার ব্লু-তে সাইন আপ করার শর্ত হিসাবে গণ্য হবে। 

এলন মাস্কের ট্যুইট
এলন মাস্কের ট্যুইট

এছাড়ও যদি কোনও ট্যুইটার ইউজার নাম পরিবর্তন করেন তবে তাঁর ব্লু টিক সাময়িকভাবে সরিয়ে দেওয়া হলে। সম্প্রতি দেখাও গিয়েছে যে, এমন অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে যেগুলি আসলে অন্য কারও, তবে কাজ করছিল প্যারোডি অ্যাকাউন্ট হিসেবে। 

প্রসঙ্গত, এলন মাস্কের নামেও বেশকিছু অ্যাকাউন্ট চলছিল, যেগুলি লাগাতার সাসপেন্ড করা হচ্ছে। তেমনই একটি অ্যাকাউন্ট তাঁর নামে হিন্দিতে চলছিল। অ্যাকাউন্টটি ছিল Ian Woolford-এর। সেটিকেও সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, Ian Woolford লাগাতার মাস্কের নামে হিন্দি ও ভোজপুরি ভাষায় পোষ্ট করছিলেন। যার জেরেই ওই অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন - ব্রেকফাস্টে রাখুন এই ৩ খাবার, দিনভর এনার্জিতে ভরপুর থাকবেন আপনি

 

Advertisement
Advertisement