ঘোষণা হয়ে গিয়েছিল মে মাসে, এবার জনসাধারণের জন্য অ্যান্ড্রয়েড 13 আপডেটটি রোল আউট করল গুগল। নতুন এই অ্যান্ড্রয়েড 13 আপডেটটি আপাতত শুধুমাত্র পিক্সেল ফোনের জন্য আনা হয়েছে। তবে শীঘ্রই এটি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও উপলব্ধ হবে। অ্যান্ড্রয়েড 13 শুধুমাত্র ফোনের ক্ষেত্রেই নয়, ট্যাবলেটের জন্যও বেশকিছু ফিচার্স নিয়ে এসেছে। এখানে ইউজাররা নতুন যে ফিচারগুলি পাবেন তার মধ্যে রয়েছে, অ্যাপ কালার থিমিংকে আরও বেশি অ্যাপে প্রসারিত করা, অ্যাপ লেভেলে সেট করা যায় এমন ভাষা সেটিংস, উন্নত সিকিউরিটি কন্ট্রোল, ইত্যাদি।
পিক্সেল ছাড়াও অন্যান্য স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 রোল আউট করার বিষয়ে গুগল জানিয়েছে, এই বছরের শেষের দিকে, অ্যান্ড্রয়েড 13 Samsung Galaxy, Asus, HMD (Nokia phones), iQOO, Motorola, OnePlus, Oppo, Realme, Sharp, Sony, Tecno, vivo, Xiaomi-সহ অন্যান্য ডিভাইসে রোল আউট করা হবে।
চলুন জেনে নেওয়া যাক কোন ফোনগুলিতে খুব তাড়াতাড়িই মিলতে চলেছে অ্যান্ড্রয়েড 13-
Google Pixel phones
Pixel 4 (XL)
Pixel 4a
Pixel 4a (5G)
Pixel 5
Pixel 5a (5G)
Pixel 6
Pixel 6 Pro
Pixel 6a
অন্যান্য ব্র্যান্ডগুলি হল-
Samsung Galaxy phones
Asus
Nokia phones
HMD (Nokia phones)
iQOO, Motorola
OnePlus
Oppo
Realme
Sharp
Sony
Tecno
vivo
Xiaomi
কীভাবে পাবেন Android 13?
যদি কারও Pixel Phone থাকে, তবে তাঁকে প্রথমে ফোনের সেটিংস অপশানে যেতে হবে। সেখান থেকে Systems > System > System update হয়ে যেতে হবে Check For Update অপশানে। যদি ফোনে এই অপশান থেকে থাকে, তাহলে সেখানে তা দেখাবে।
আরও পড়ুন - এবার থেকে সেলফি তুলতে ১৪ হাজার টাকা নেবেন এই অভিনেত্রী, তাজ্জব ফ্যানরা