মাত্র কয়েক সপ্তাহ আগে WhatsApp মাল্টি-ডিভাইস সিস্টেম চালু করেছে। এর ফলে মূল অ্যাকাউন্টটি চালু না থাকলেও অন্য জায়গায় খোলা যায় WhatsApp। ফলে আপনার ফোনে যদি চার্জ না থাকে বা অন্য কোনও সমস্যা হয় তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। কারণ আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে মেসেজিং অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।
যদিও, প্রাথমিকভাবে WhatsApp-কে লিঙ্ক করতে আপনার প্রধান ফোন ব্যবহার করতে হবে৷ নতুন ফিচার অনুযায়ী, WhatsApp ব্যবহারকারীদের একবারে চারটি ডিভাইস লিঙ্ক করতে দেয়৷
এখন অনেকের মনেই প্রশ্ন, WhatsApp অ্যাকাউন্টটি একাধিক ডিভাইসে খোলা গেলেও তা কীভাবে রিমুভ করা যাবে সেই বিষয়ে তাদের ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, একাধিক ডিভাইস থেকে আপনার WhatsAp অ্যাকাউন্ট লিঙ্কমুক্ত করার প্রক্রিয়াটি বেশ সহজ।
আরও পড়ুন : 'কিষেণজির মৃত্যুর বদলা চাই', বাঁকুড়ায় মাও পোস্টার উদ্ধারে আতঙ্ক
কীভাবে WhatsApp আনলিঙ্ক করবেন
১) আপনার স্মার্টফোনে WhatsApp খুলুন এবং স্ক্রিনের উপরের ডানদিকে থাকা তিন-বিন্দুযুক্ত আইকনে আলতো করে চাপ দিন।
২) এবার লিঙ্কড ডিভাইস-এ ফের ক্লিক করুন। তাহলে নতুন একটা সেকশন খুলবে।
৩) এবার আপনি স্ক্রিনের নিচে ডিভাইসগুলির একটি তালিকা দেখতে পাবেন। সেখানেই দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস রয়েছে। সেখানে ক্লিক করতে হবে। এবার লগ আউট বোতামে চাপ দিন। তাহলেই সব ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনলিঙ্ক হবে। লিঙ্ক করতে আপনাকে আবার আপনার প্রাথমিক ডিভাইস থেকে QR কোড স্ক্যান করতে হবে।