চিনা স্মার্টফোন ব্র্যান্ড Realme শীঘ্রই একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। সংস্থা আগামী ১৮ মে ভারতে Narzo সিরিজের সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে Realme Narzo N53 টিজ করেছে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য না থাকলেও এর ডিজাইন প্রকাশ করা হয়েছে।
এর আগে সংস্থা Narzo সিরিজের আরও একটি ফোন লঞ্চ করেছিল, সেটি হল Narzo N55। এই হ্যান্ডসেটের দাম ১০,৯৯৯ টাকা থেকে শুরু। Realme Narzo N53-তে, সংস্থার ফোকাস কম বাজেটে ভাল ক্যামেরা কোয়ালিটি প্রদান করা।
খরচ কত?
সংস্থার মতে, এটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস হতে চলেছে। নাম এবং নম্বর অনুযায়ী, এটা পরিষ্কার যে এই ফোনটি Narzo N55-এর নিচের সেগমেন্টে আসবে। অর্থাৎ, সংস্থা এটি ১০ হাজার টাকার কম প্রাথমিক দামে লঞ্চ করতে পারে। ব্র্যান্ডটি এই স্মার্টফোনের একটি ছবিও শেয়ার করেছে, যাতে ফোনের সোনালি রঙের ভেরিয়েন্ট দেখানো হয়েছে।
পিছনের ক্যামেরা মডিউলে তিনটি কাট-আউট রয়েছে, যাতে দুটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ লাইট থাকবে। তবে দেখে মনে হচ্ছে তিনটি ক্যামেরা আছে। ভলিউম এবং পাওয়ার বোতাম দুটোই রাইড সাইডে পাওয়া যাবে।
ফিচার্স কী কী থাকতে পারে?
পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে সংস্থা। ফোনটি 6GB পর্যন্ত RAM বিকল্পে লঞ্চ করা হতে পারে। এর সঙ্গে ভার্চুয়াল র্যামের অপশনও পাওয়া যাবে। হ্যান্ডসেটটিতে 33W চার্জিং সাপোর্ট দেওয়া হবে। কোম্পানি বক্সে ফোনের সঙ্গে চার্জারও দিতে পারে।
ফোনটির স্পেসিফিকেশন কিছুটা Narzo N55 এর মতই। N55-এ রয়েছে 5000mAh ব্যাটারি এবং 33W চার্জিং। সংস্থার মতে, এটি হবে তাদের এই সিরিজের সবচেয়ে পাতলা ফোন। Realme এই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। স্মার্টফোনটি ভারতে ১৮ মে লঞ্চ হবে। পাওয়া যাবে অ্যামাজনে। সেক্ষেত্রে নতুন এই স্মার্টফোনটি এখন হাতে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন মানুষ।
আরও পড়ুন - ICSE-তে দেশে প্রথম জেলার ছেলে সম্বিত, ISC-তেও যুগ্ম প্রথম শুভম-মান্য