বাজারে এল Royal Enfield-এর নয়া বাইক। নাম Scram 411। এর লুক ইতিমধ্যেই নজর কেড়েছে। এর দামও বাজেটের মধ্যেই।
Scram 411-এর বৈশিষ্ট্য
Royal Enfield-এর আর একটি বাইক হিমালয়ান অ্যাডভেঞ্চারের সঙ্গে এই Scram 411-এর মিল রয়েছে। তবে সম্পূর্ণ একরকম নয়। হিমালয়ান অ্যাডভেঞ্চারের ডিজাইন করা হয়েছিল পাহাড়ি, উঁচু-নিচু জায়গায় যাতায়াতের জন্য। অর্থাৎ এই মোটর সাইকেলটি অ্যাডভেঞ্চার ট্যুরিজম, লং রাইড ইত্যাদির জন্য প্রস্তুত করা হয়েছিল।
আরও পড়ুন : শুরুর আগেই বিতর্কে IPL, দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা
তবে Scram 411 লং ড্রাইভের সঙ্গে সঙ্গে প্রতিদিন ব্যবহারের জন্যও প্রস্তুত করা হয়েছে। যার অর্থ এই বাইক হিমালয়ান অ্যাডভেঞ্চারের মতো শক্তিশালী আবার আরামদায়কও।
Scram 411 এর শক্তি
Royal Enfield Scram 411 24.3 bhp শক্তি এবং 32 Nm পিক টর্ক জেনারেট করে। এর চাকা তুলনামূলক ছোটো। হিমালয়ানে ২১ ইঞ্চি চাকা থাকে। সেখানে Scram 411-র সামনের চাকা ১৯ ইঞ্চি। পিছনের চাকা ১৭ ইঞ্চির।
আরও পড়ুন : একটি বিড়ালের ৩টি বাচ্চার নাম অ, আ, ই, তাহলে মা বিড়ালের নাম কী! জানুন
এর সিটের ডিজাইনও আরামদায়ক। উচ্চতা ৭৯৫ মিলিমিটার। এতে রয়েছে ট্রিপার নেভিগেশন সিস্টেম। ওজন ১৮৫ কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ১৫ লিটার।
Scram 411-এর দাম ২.০৩ লাখ টাকা। এর টপ-মডেলের দাম ২.০৮ লাখ। মোট সাতটি রঙে এই বাইক লঞ্চ করা হয়েছে। সেগুলো হল, হোয়াইট ফ্লেম, সিলভার স্পিরিট, গ্রাফাইট রেড, গ্রাফাইট ব্লু, ব্লেজিং ব্ল্যাক, গ্রাফাইট ইয়েলো এবং স্কাইলাইন ব্লু।