scorecardresearch
 

ভারতে লঞ্চ হচ্ছে Xiaomi 11T Pro, কবে জানেন ? রইল দাম ও ফিচার্স

Xiaomi 11T Pro-এর দাম ইউরোপে ৬৪৯ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৪,৫৯৯ টাকা। এই দামটি বেস মডেলের জন্য। তাতে আপনি পেয়ে যাবেন, 8GB RAM ও 128GB হার্ডডিস্ক। অন্যদিকে টপ মডেলে রয়েছে 12GB RAM ও 256GB হার্ডডিস্ক। যার দাম ৭৪৯ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬২,৯০০ টাকা। 

Advertisement
Xiaomi 11T Pro Xiaomi 11T Pro
হাইলাইটস
  • ১৯ জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে স্মার্টফোনটি
  • রয়েছে ৬.৬৭ ইঞ্জির AMOLED ডিসপ্লে
  • পাবেন 120W ফাস্ট চার্জিং সাপোর্ট

ভারতে নয়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। গতবছরই Xiaomi 11T Pro লঞ্চ করেছিল সংস্থাটি। তবে এই বছর ফোনটি ভারতে লঞ্চ করা হচ্ছে। আগমী ১৯ তারিখ ভারতে লঞ্চ হবে ফোনটি। এতে থাকছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা সাধারণত অন্য ফোনে থাকে না। 

সংস্থা নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে Xiaomi 11T Pro-এর টিজার জারি করেছে। এছাড়া  Xiaomi নিজেদের ওয়েবসাইটে 11T Pro 5G-এর জন্য মাইক্রোসাইটও তৈরি করেছে। 

Xiaomi 11T Pro-এর দাম ইউরোপে ৬৪৯ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৪,৫৯৯ টাকা। এই দামটি বেস মডেলের জন্য। তাতে আপনি পেয়ে যাবেন, 8GB RAM ও 128GB হার্ডডিস্ক। অন্যদিকে টপ মডেলে রয়েছে 12GB RAM ও 256GB হার্ডডিস্ক। যার দাম ৭৪৯ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬২,৯০০ টাকা। 

ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্জির AMOLED ডিসপ্লে। সঙ্গে রয়েছে Qualcomm Snapdragon 888 চিপসেট। রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। অন্য লেন্সে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তাছাড়া একটি টেলিফটো লেন্সও দেওয়া হয়েছে। সঙ্গে এই স্মার্টফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি।

 

Advertisement