Xiaomi গত বছর ভারতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন Redmi Note 10T 5G লঞ্চ করেছে। বর্তমানে ফোনটির দাম ব্যাপকভাবে কমানো হয়েছে। Redmi Note 10T 5G-এর দাম 2,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এই স্মার্টফোনটিতে রয়েছে MediaTek প্রসেসর। এটি Android 11 এ কার্যকরী।
Redmi Note 10T 5G-র দুটি ভেরিয়েন্ট রয়েছে। এর বেস ভেরিয়েন্টে রয়েছে 4GB RAM এবং 64GB স্টোরেজ। কোম্পানি এটি 13,999 টাকায় লঞ্চ করেছিল। কিন্তু, দাম কমার পর এখন এটি 11,999 টাকায় কেনা যাবে।
Redmi Note 10T 5G-র দ্বিতীয় ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM এবং 128GB স্টোরেজ। এটি 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। দাম কমার পর এখন এটি 13,999 টাকায় কেনা যাবে। অ্যামাজনে বেস মডেলে 500 টাকার ডিসকাউন্ট কুপনও দেওয়া হচ্ছে।
Redmi Note 10T 5G মেটালিক ব্লু, মিন্ট গ্রিন, ক্রোমিয়াম হোয়াইট এবং গ্রাফাইট ব্ল্যাক রঙের অপশনে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজন ছাড়াও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এর নতুন দাম দেখা যাচ্ছে।
ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ক্রেডিট ইএমআই থেকে এই স্মার্টফোনটি কিনলে 1250 টাকার অতিরিক্ত ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এছাড়াও Amazon-এ ফোনটিতে 11,300 টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।
Redmi Note 10T 5G-তে একটি 6.5-ইঞ্চি ফুল HD+ স্ক্রিন রয়েছে। রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 48-মেগাপিক্সেল। ডিভাইসটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন - কলকাতায় ফিরল পোলিওর জীবাণু? উদ্বেগে স্বাস্থ্য দফতর