scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?

Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 1/8

আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিদের করোনার টিকাকরণ শুরু হবে। পাশাপাশি আগামী ১০ জানুয়ারি থেকে দেশের স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে।

Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 2/8

আগামী ১ জানুয়ারি থেকে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিদের করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। গত ২৫ ডিসেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ৩ জানুয়ারী, ২০২২ থেকে করোনার টিকা দেওয়া শুরু হবে।

Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 3/8

আগের মতোই করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে হবে CoWIN প্ল্যাটফর্ম থেকেই। স্মার্টফোনে থাকা CoWIN অ্যাপ বা এর পোর্টালে গিয়ে আগামী ১ জানুয়ারি থেকে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিরা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন।

Advertisement
Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 4/8

আপাতত, ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য CoWIN প্ল্যাটফর্মে শুধুমাত্র ভারত বায়োটেকের Covaxin-এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। ২৫ ডিসেম্বর, ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) ১২ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য Covaxin-কে অনুমোদন দিয়েছে।

Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 5/8

যদিও ভারত বায়োটেকের Covaxin ছাড়াও জাইডাস ক্যাডিলার ZyCoV-D ভ্যাকসিনও শিশুদের ক্ষেত্রে জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদিত। তবে এটি শিশু, কিশোর-কিশোরীদের আগে প্রাপ্তবয়স্কদেরই দেওয়া হবে।

Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 6/8

এবার জেনে নেওয়া যাক, ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিরা কীভাবে CoWIN প্ল্যাটফর্মে করোনার টিকাকরণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করাবেন। আগামী ১ জানুয়ারি থেকে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গেই টিকার জন্য নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে পারবে।

Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 7/8

CoWIN প্ল্যাটফর্মে নাম রেজিস্ট্রেশন করাতে আধার কার্ড প্রয়োজন। যাদের কাছে আধার কার্ড নেই, তারাও আলাদা ভাবে স্টুডেন্টস আইডি কার্ড দিয়ে টিকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারে।

Advertisement
Registration for COVID Vaccination: অনুর্ধ্ব ১৮-দের করোনা টিকা, CoWIN-এ কী ভাবে রেজিস্ট্রেশন?
  • 8/8

একটি মোবাইল নম্বর থেকে একটি পরিবারের সর্বাধিক চার জন সদস্য টিকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। শিশু, কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার জন্য নিকটতম অনুমোদিত কেন্দ্রে যেতে হবে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলি।

Advertisement