সিকিমের নাথু লায় পর্যটকদের গাড়ির পারমিট ঘিরে অসাধু চক্রের অভিযোগ ঠেকাতে নতুন কড়া নির্দেশ জারি করল সিকিমের পর্যটন দফতর। বৃহস্পতিবার দুপুরে এই নয়া নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশিকায় স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পর্যটন দফতরের সঠিক পারমিট ছাড়া বেআইনি ভাবে গাড়ি নাথুলা সীমান্ত অবধি পৌঁছচ্ছে। এটি জাতীয় সুরক্ষার জন্য বড় উদ্বেগের বিষয়।
এ বার থেকে পর্যটকদের পারমিট না থাকলে একজনকেও নাথুলা প্রবেশের ছাড়পত্র দেওয়া হবে না। তা ছাড়া অনুমতি না থাকলে সংশ্লিষ্ট গাড়িকে আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে সিকিম পর্যটন দফতরের তরফে।
সিকিম পর্যটন দফতরে একাধিক অভিযোগ সামনে আসছে। অসাধু চক্রের সঙ্গে জড়িতেরা মোটা টাকা নিয়ে বেআইনি ভাবে গাড়ি নাথু লা সীমান্তে ঢুকিয়ে দিচ্ছে। জাতীয় সুরক্ষার দিক থেকে বিষয়টি যথেষ্ট উদ্বেগের। তাই এই প্রক্রিয়াকে পুরোপুরি বন্ধ করতে হবে বলে মত তাঁদের।
প্রশাসনিক সূত্রের খবর, সিকিমের তরফে জানানো হয়েছে, চিন সীমান্তে নাথু লা যেতে একমাত্র পর্যটন দফতর পারমিট দিয়ে থাকে। আর কোনও জায়গা, সংস্থা, দফতর বা ব্যক্তি পারমিট দেওয়ার অধিকারী নয়। সরকারের নথিভুক্ত ট্যাক্সি এজেন্সি, ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটরকেই পারমিট নিয়ে পর্যটকদের ঘুরতে নিয়ে যেতে হবে।
এ বার থেকে আচমকা বা হঠাৎ তল্লাশি, নজরদারি চালানো হবে। গাড়ির নথি ও পারমিট দেখা হবে। কেউ ধরা পড়লে স্বরাষ্ট্র দফতরের আইনে ব্যবস্থা নেওয়া হবে। মোটা টাকার জরিমানা এবং আইনি ব্যবস্থার জন্য তাদের তৈরি থাকতে হবে। প্রত্যেক পর্যটককে পারমিট দেখেই নাথু লা যাওয়ার পরামর্শ দিয়েছে সিকিম সরকার।
গ্যাংটককে থেকে বেশ কয়েক বছর ধরে একটি অসাধু চক্রটি কাজ করছে বলে খবর মিলেছে। সরকারি নিয়মে নাথু লা’য় প্রতিদিন ৫০০ গাড়ি যাওয়ার পারমিট দেওয়া হয়। মাথাপিছু ২৫০ টাকা করে সরকারি কোষাগারে টাকা জমা করে পারমিট নিতে হয়। ছাঙ্গু বা বাবা মন্দিরের জন্য ১০ টাকা দিয়ে পারমিট নেওয়া হয়। তবে ছাঙ্গুর জন্য গাড়ির সংখ্যা ঠিক করে দেওয়া নেই।
সিকিম পর্যটন দফতরের অফিসারেরা জানাচ্ছেন, সম্প্রতি বেশ কয়েকবার দেখা গিয়েছে, ৫০০ গাড়ির থেকে বেশি গাড়ি নাথু লায় রয়েছে। তৃতীয় মাইলে পারমিট প্রথম পরীক্ষা হয়।
১৫ মাইলের ছাঙ্গুর পারমিট দেখা হয়। আর শেরথাংএলাকায় নাথুলার নথি পরীক্ষা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে, পর্যটন দফতরের পারমিট ছাড়াও কিছু গাড়ি ‘টোকেন’ নিয়ে ঢুকে যাচ্ছে।