বিভিন্ন বিষয়ে অনিয়ম রুখতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের অন্যান্য ব্যাঙ্কগুলির উপর কড়া নজরদারি করে। কোথাও কোনও রকম অনিয়ম দেখলে প্রায়শই নিয়ম ভাঙা ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে রিজার্ভ ব্যাঙ্ক। এ বার তেমনই একরকম অনিয়মের ঘটনায় রিজার্ভ ব্যাঙ্কের কড়া শাস্তির মুখে পড়তে হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-কে (পিএনবি)।
সম্প্রতি লেনদেনের বিধিভঙ্গের অভিযোগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-কে ১ কোটি টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০০৭-এ নির্দেশিত অনিয়ম কানুন না মানার অপরাধে পিএনবি-কে এই বিপুল অঙ্কের জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি না পাওয়া সত্ত্বেও ভুটানের (ব্যাংকের আন্তর্জাতিক সহায়ক সংস্থা) সঙ্গে দ্বিপাক্ষিক শেয়ারযুক্ত এটিএম সিস্টেম পরিচালনা করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
বিনা অনুমতিতে এই ধরনের কার্যকলাপ রিজার্ভ ব্যাঙ্কের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০০৭-এর ২৬ (৬) ধারা লঙ্ঘন করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই কারণেই এখন ১ কোটি টাকা জরিমানার মুখে PNB!