কেন্দ্রীয় সরকার দেশের সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প (Agneepath Scheme) ঘোষণা করেছে। তরুণদের সেনাবাহিনীতে সঙ্গে যুক্ত করতে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করতে এই পরিকল্পনা আনা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এই ঘোষণা করেছেন। এর অধীনে ৪ বছরের জন্য সশস্ত্র বাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে। কীভাবে হয়ে উঠবেন অগ্নিবীর, জেনে নিন।
১. অগ্নিবীর হওয়ার জন্য প্রার্থীর বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
২. সেনাবাহিনী এর জন্য একটি বিশেষ নিয়োগ ব়্যালির আয়োজন করবে এবং ক্যাম্পাস ইন্টারভিউ নেওয়া হবে।
৩. যে কোনও স্ট্রিম থেকে দ্বাদশ পাস যুবকরা আবেদনের যোগ্য।
৪. সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, এখন কেবলমাত্র অগ্নিপথ যোজনার মাধ্যমেই নিয়োগ নেওয়া হবে এবং আগের নিয়োগ পদ্ধতিগুলি বন্ধ হয়ে যাবে।
৫. নিয়োগ মোট ৪ বছরের জন্য হবে এবং শুধুমাত্র ২৫ শতাংশ অগ্নিবীরকেই সেনাবাহিনীতে স্থায়ী কমিশনে রাখা যেতে পারে।
৬. এই সময়ে, প্রথম বছরে ৩০,০০০/- থেকে চতুর্থ বছরে ৪০,০০০/- পর্যন্ত প্যাকেজ অগ্নিবীরদের দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ভাতা দেওয়া হবে।
৭. ৪ বছর পর ১০.৪ লক্ষের একটি সম্মিলিত তহবিল এবং আয়কর মুক্ত সুদের সুবিধাও দেওয়া হবে৷ ৪ বছরের মেয়াদ শেষে প্রার্থীরা অন্যান্য কাজ করতে পারবেন।
৮. ৪ বছর পর প্রার্থীরা নিয়মিত ক্যাডারের জন্য স্বেচ্ছাসেবক হতে পারবেন। সেনাবাহিনীতে শূন্য পদের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে অগ্নিবীরদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
৯. দেশের সেবা করাকালীন কোনও অগ্নিবীরের মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যরা ১ কোটি টাকার বেশি পাবেন। বাকি চাকরির বেতনও দেওয়া হবে। একই সঙ্গে অগ্নিবীর যদি অক্ষম হয়ে পড়েন, তাহলে তাকে ৪৪ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। এ ছাড়া বাকি চাকরির বেতনও দেওয়া হবে।
১০. শীঘ্রই অগ্নিবীরদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে সেনাবাহিনী, আর তারপরেই শুরু হবে আবেদন প্রক্রিয়া।
এদিকে এই প্রকল্পের ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে যুব সম্প্রদায়ের বিক্ষোভ প্রতিবাদ (Protest Against Agneepath Scheme)। কারণ সেনা জানিয়েছ, এবার থেকে শুধুমাত্র অগ্নিপথ যোজনার মাধ্যমে নিয়োগ হবে। সেক্ষেত্রে স্থায়ী পদের পরীক্ষায় যাঁরা ইতিমধ্যেই উত্তীর্ণ তাঁদের নিয়োগ আটকে গিয়েছে।
আরও পড়ুন - নিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?