scorecardresearch
 

Loan Scams By PAN Card : আপনার প্যান কার্ডে অন্য কেউ লোন নিয়েছে? ঠকার আগে যেভাবে জানবেন

সাইবার অপরাধীরা মানুষকে ঠকানোর জন্য নিত্যনতুন উপায় বের করে। তারই একটি হল ঋণ জালিয়াতি। করোনা মহামারীর সময় এমন অনেক প্রতারণার ঘটনা সামনে এসেছে। ঋণ জালিয়াতিতে, সাইবার অপরাধীরা কোনও একজনের নামে ঋণ নেয়, কিন্তু দেখা যায় আদতে সেই ব্যক্তি তা জানেনই না। আর যখন তিনি জানতে পারেন, তখন হয়ত তার নামে ঋণ ও সুদের অনেক বোঝা চেপে গিয়েছে। এবার প্রশ্ন হল, এভাবে ঋণ নেওয়া কীকরে সম্ভব বা কীভাবে তা জানা যাবে? আর যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে কীভাবে তার থেকে মুক্তি পাবেন?

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সাইবার স্ক্যামের পরিমান বাড়ছে
  • চলছে লোন প্রতারণাও
  • রইল রক্ষা পাওয়ার উপায়

আপনার নামে কি অন্য কেউ ঋণ নিয়েছে, আর সেটা কি আপনি জানেন না? প্রশ্নটা অদ্ভুত মনে হলেও, এমনটা কিন্তু বাস্তবে ঘটতে পারে, যেখানে প্রতারণার শিকার হতে পারেন আপনিও। আর যখন আপনি সেটা জানতে পারবেন, ততক্ষণে হয়ত অনেকটা দেরি হয়ে যাবে। 

সাইবার অপরাধীরা মানুষকে ঠকানোর জন্য নিত্যনতুন উপায় বের করে। তারই একটি হল ঋণ জালিয়াতি। করোনা মহামারীর সময় এমন অনেক প্রতারণার ঘটনা সামনে এসেছে। ঋণ জালিয়াতিতে, সাইবার অপরাধীরা কোনও একজনের নামে ঋণ নেয়, কিন্তু দেখা যায় আদতে সেই ব্যক্তি তা জানেনই না। আর যখন তিনি জানতে পারেন, তখন হয়ত তার নামে ঋণ ও সুদের অনেক বোঝা চেপে গিয়েছে। এবার প্রশ্ন হল, এভাবে ঋণ নেওয়া কীকরে সম্ভব বা কীভাবে তা জানা যাবে? আর যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে কীভাবে তার থেকে মুক্তি পাবেন?

আসলে স্ক্যামাররা ইউজারদের প্যান কার্ড (PAN Card) এবং মোবাইল নম্বরের সাহায্যে পুরো প্রতারণাটি সম্পন্ন করে। ইউজারদের নামে ছোট অঙ্কের ঋণ নেওয়া হয়, যাতে তাতে বড় কোনও ভেরিফিকেশন না হয়। এছাড়া বর্তমানে ইনস্ট্যান্ট লোন অ্যাপ (Loan AAP) এসেছে। এই অ্যাপগুলির দাবি যে তারা কয়েক মিনিটের মধ্যে পার্সোনাল লোন দেয়। আর প্রতারকরা এর সুযোগ নিয়েই প্রতারণার জাল বিছায়। ঋণ প্রদানকারীরা শুধুমাত্র গ্রাহকদের প্যান কার্ড এবং মোবাইল নম্বরে ছোট অঙ্কের লোন প্রদান করে।

আপনার নামের কি কেউ ঋণ নিয়েছে?
অনেক ক্ষেত্রেই আমাদের প্যান কার্ড দিতে হয়। আর প্রায় বেশিরভাগ মানুষেরই প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। সেক্ষেত্রে ব্যাঙ্ক থেকে নিজের CIBIL স্কোর চেক করা যায়। ইউজার চাইলে, যে কোনও এজেন্সির মাধ্যমেও CIBIL স্কোরও পরীক্ষা করতে পারেন। আর সেখানে বোঝা যায় তাঁর নামে মোট কত ঋণ রয়েছে। সেক্ষেত্রে যদি কেউ আপনার নামে জাল লোন নিয়ে থাকে এবং তা পরিশোধ করা না হয়ে থাকে তাহলে CIBIL স্কোর কমে যাবে।

Advertisement

আপনার নামে কতগুলি ঋণ এবং ক্রেডিট কার্ড আছে তা খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হল ক্রেডিট রিপোর্ট। লোন এবং ক্রেডিট কার্ডের বিশদ বিবরণ ব্যবহারকারীদের ক্রেডিট রিপোর্টে পাওয়া যায়। এইভাবে আপনি আপনার নামে কত ঋণ আছে তা পরীক্ষা করতে পারেন। আপনি CIBIL, Equifax, Experian এবং CRIF HIGH Mark-এ আপনার ক্রেডিট রিপোর্ট দেখতে পারেন। এছাড়াও, আপনি অন্যান্য অনেক থার্ড পার্টি অ্যাপেও এই সুবিধা পাবেন। ক্রেডিট রিপোর্ট চেক করতে, আপনাকে এই ওয়েবসাইটগুলিতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং প্রাপ্ত ওটিপি দিতে হবে। এইভাবে, আপনি আপনার প্যান কার্ডে থাকে ঋণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন।

কোনও সমস্যা নজরে এলে কী করবেন?
যদি কোনও ইউজার তাঁর ক্রেডিট রিপোর্টে কোনও গন্ডগোল দেখতে পান, তাহলে তিনি ক্রেডিট ব্যুরো এবং ক্রেডিট প্রদানকারী উভয়ের সঙ্গেই যোগাযোগ করতে পারেন। সেখানে আপনাকে এই ভুল সম্পর্কে জানাতে হবে এবং সেটি সংশোধন করার কথা বলতে হবে। 

কীভাবে বাঁচবেন প্রতারণা থেকে?
এই ধরনের যে কোনও প্রতারণা এড়াতে সবচেয়ে ভাল উপায় হচ্ছে সতর্ক থাকা ও গোপনিয়তা বজায় রাখা। অর্থাৎ অজানা ব্যক্তির সঙ্গে নিজের আধার এবং প্যান কার্ডের বিবরণ শেয়ার না করা। আর যদি কোথাও তা শেয়ার করতে হয়, তাহলে ফটোকপিতে তার কারণ লিখে রাখুন। অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ডের কপিটি কী কাজে ব্যবহার করা হবে, তা অবশ্যই লিখুন, যাতে সেটি অন্য কোনও কাজে ব্যবহার করা না যায়।

আরও পড়ুন - পয়লা বৈশাখের পরেই গজলক্ষ্মী রাজযোগ, দেবগুরু কৃপা বর্ষাবেন ৩ রাশিতে

 

Advertisement