scorecardresearch
 

Gold Price Today: সোনার দাম রেকর্ড উচ্চতায়, কলকাতায় দাম কত-বিয়ের মরশুমে কী হবে? দুঃশ্চিন্তা

আগুন দাম সোনার। কলকাতায় সোনার মূল্য ৭০ হাজার ছুঁইছুঁই। বিগত কয়েক মাসে হলুদ ধাতুর দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সামনের বৈশাখে বিয়ের মরশুম। তার আগে সোনার দামের ছ্যাঁকায় মাথায় হাত আম বাঙালির। সোনার বিক্রি কমায় সমস্যায় সোনার দোকানিরা। আসছে বাংলা নববর্ষও।

Advertisement
gold price today gold price today

Gold Price in Kolkata: আগুন দাম সোনার। কলকাতায় সোনার মূল্য ৭০ হাজার ছুঁইছুঁই। বিগত কয়েক মাসে হলুদ ধাতুর দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সামনের বৈশাখে বিয়ের মরশুম। তার আগে সোনার দামের ছ্যাঁকায় মাথায় হাত আম বাঙালির। সোনার বিক্রি কমায় সমস্যায় সোনার দোকানিরা। আসছে বাংলা নববর্ষও। সেই সময়ও সোনার দাম কমার সম্ভাবনা আপাতত নেই। ফলে কী করবেন সাধারণ মানুষ তা অজানাই। আজ কলকাতায় পাকা সোনা ও গহনা সোনার দাম কত থাকবে জেনে নিন।

সোমবার, ১ এপ্রিল ২০২৪-এ কলকাতায় ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৫,৭০০ টাকা। ১০ গ্রাম  খুচরো পাকা সোনার দাম ৬৯,১০০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬৮, ৭৫০ টাকা। 

কবে দাম কমবে তাজানা যায়নি, তবে সম্ভাবনা চলতি বছরের মাঝামাঝি সময়ে কিংবা বছরের শেষে দাম কমতে পারে।

আরও পড়ুন

কেউ সঞ্চয়, কেউ আবার গয়না হিসেবে সোনা কেনেন। সোনা কেনার আগে আপনার সোনার দাম সম্পর্কে সঠিক তথ্য থাকা উচিত। সোনা-রূপaর দাম জানতে আপনার শহরের দোকান থেকে দেখে নিতে পারেন। 

সোনা কেনার আগে অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের হলমার্ক চিহ্ন দেখেই ক্রয় করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, নিয়ম ও প্রবিধানের অধীনে কাজ করে।
 

Advertisement