scorecardresearch
 

Indian Railways : পুজোর আগে বাতিল ৩৮ ট্রেন, ঘুরপথেও চলবে বেশ কয়েকটি, রইল তালিকা

পূর্বমধ্য রেলের (East Central Railway) ১৯ জোড়া, অর্থাৎ ৩৮টি ট্রেনকে বাতিল করা হয়েছে। এছাড়া ঘুর পথে চালান হচ্ছে এক ডজন ট্রেন। এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দেশব্যাপী ৩৮ ট্রেন বাতিল
  • ঘুরপথে চলবে প্রায় একডজন ট্রেন
  • জেনে নিন সম্পূর্ণ তালিকা

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের কোলাইগ্রাম ও গুমানি হাট সেকশনে কাজ চলার কারণে এই লাইনে চলাচলকারী পূর্বমধ্য রেলের ট্রেনগুলিকে অস্থায়ীভাবে পরিবর্তন করা হয়েছে। পূর্বমধ্য রেলের (East Central Railway) ১৯ জোড়া, অর্থাৎ ৩৮টি ট্রেনকে বাতিল করা হয়েছে। এছাড়া ঘুর পথে চালান হচ্ছে এক ডজন ট্রেন। এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার। 

বাতিল হয়েছে যে ট্রেনগুলি
১. ট্রেন নম্বর ০২৫৫০ আনন্দ বিহার টার্মিনাস-কামাখ্যা স্পেশাল ৫ ও ৬ অক্টোবর বাতিল 
২. ট্রেন নম্বর ০২৫৪৯ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল  ৬  ও ৭ অক্টোবর বাতিল 
৩. ট্রেন নম্বর ০৫৯৫৬ দিল্লি-কামাখ্যা স্পেশাল ৪ ও ৫ অক্টোবর বাতিল 
৪. ট্রেন নম্বর ০৫৯৫৫ কামাখ্যা-দিল্লি স্পেশাল ৬ ও ৭ অক্টোবর বাতিল 
৫. ট্রেন নম্বর ০৪০৭৫ নাহরলাগুন-আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল ৫ অক্টোবর বাতিল 
৬. ট্রেন নম্বর ০৪০৭৬ আনন্দ বিহার টার্মিনাস-নাহরলাগুন স্পেশাল ৩ অক্টোবর বাতিল 
৭. ট্রেন নম্বর ০৫৬২২ আনন্দ বিহার টার্মিনাস-কামাখ্যা স্পেশাল ৮ অক্টোবর বাতিল 
৮. ট্রেন নম্বর ০৫৬২০ কামাখ্যা-গয়া স্পেশাল ৪ অক্টোবর বাতিল 
৯. ট্রেন নম্বর ০৫৬১৯ গয়া-কামাখ্যা স্পেশাল ৫ অক্টোবর বাতিল 
১০ ট্রেন নম্বর ০৫৬২১ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাস ৭ অক্টোবর বাতিল 
১১. ট্রেন নম্বর ০৫৬২৬ আগলতল্লা-দেওঘর স্পেশাল ৯ অক্টোবর বাতিল 
১২ ট্রেন নম্বর ০৫৬২৫ দেওঘর-আগলতল্লা স্পেশাল ৪ অক্টোবর বাতিল 
১৩. ট্রেন নম্বর ০৫৬৬৭ গান্ধীধাম-কামাখ্য স্পেশাল ৩ অক্টোবর বাতিল
১৪. ট্রেন নম্বর ০৫৬৬৮ কামাখ্যা-গান্ধীধাম স্পেশাল ৬ অক্টোবর বাতিল 
১৫. ট্রেন নম্বর ০৫৬৩১ বাড়মের-গুয়াহাটি স্পেশাল  ৩ অক্টোবর বাতিল 
১৬. ট্রেন নম্বর ০৫৬৩২ গুয়াহাটি-বাড়মের স্পেশাল ৭ অক্টোবর বাতিল 
১৭. ট্রেন নম্বর ০৫৯১০ লালগড়-ডিব্রুগড় স্পেশাল ৪ অক্টোবর বতিল 
১৮. ট্রেন নম্বর ০৫৯০৯ ডিব্রুগড়-লালগড় স্পেশাল ৬ অক্টোবর বাতিল 
১৯. ট্রেন নম্বর ০৯৭০৯ উদয়পুর সিটি-কামাখ্যা স্পেশাল ৪ অক্টোবর বাতিল 
২০. ট্রেন নম্বর ৯০৭১০ কামাখ্যা-উদয়পুর সিটি স্পেশাল ৭ অক্টোবর বাতিল 
২১. ট্রেন নম্বর ০৫৬৬২ কামাখ্যা-রাঁচি স্পেশাল ৫ অক্টোবর বাতিল 
২২. ট্রেন নম্বর ০৫৬৬১ রাঁচি-কামাখ্যা স্পেশাল ০৬ অক্টোবর বাতিল
২৩. ট্রেন নম্বর ০৫৬২৩ ভগত কি কোঠি-কামাখ্যা স্পেশাল ৫ অক্টোবর বাতিল
২৪. ট্রেন নম্বর ০৫৬২৪ কামাখ্যা-ভগত কি কোঠি স্পেশাল ৮ অক্টোবর বাতিল
২৫. ট্রেন নম্বর ০৫৬৩৩ বিকানের-গুয়াহাটি স্পেশাল ৬ অক্টোবর বাতিল
২৬. ট্রেন নম্বর ০৫৬৩৪ গুয়াহাটি-বিকানের স্পেশাল ৯ অক্টোবর বাতিল
২৭. ট্রেন নম্বর ০৫৬৫৩ গুয়াহাটি-জম্মুতাওয়াই স্পেশাল ৬ অক্টোবর বাতিল
২৮. ট্রেন নম্বর ০৫৬৫৪ জম্মুতাওয়াই-গুয়াহাটি স্পেশাল ৮ অক্টোবর বাতিল
২৯. ট্রেন নম্বর ০৫৬৪৬ কামাখ্যা-লোকমান্য তিলক টার্মিনাস স্পেশাল ৬ অক্টোবর বাতিল
৩০. ট্রেন নম্বর ০৫৬৪৫ লোকমান্য তিলক টার্মিনাস-কামাখ্যা স্পেশাল ৯ অক্টোবর বাতিল
৩১. ট্রেন নম্বর ০১৬৬৬ আগরতলা-হবিবগঞ্জ স্পেশাল ৩ অক্টোবর বাতিল
৩২. ট্রেন নম্বর ০১৬৬৫ হবিবগঞ্জ-আগরতলা স্পেশাল ৭ অক্টোবর বাতিল
৩৩. ট্রেন নম্বর ০৪০৩৭ সিলচর-নয়া দিল্লি স্পেশাল ৪ অক্টোবর বাতিল
৩৪. ট্রেন নম্বর ০৪০৩৮ নয়া দিল্লি-সিলচর স্পেশাল ৭ অক্টোবর বাতিল
৩৫. ট্রেন নম্বর ০২৫০১ আগরতলা-আনন্দ  বিহার টার্মিনাস স্পেশাল ৪ অক্টোবর বাতিল
৩৬. ট্রেন নম্বর ০২৫০২ আনন্দ বিহার টার্মিনাস-আগরতলা স্পেশাল ৬ অক্টোবর বাতিল
৩৭. ট্রেন নম্বর ০৪০৩১ গুয়াহাটি-নয়া দিল্লি স্পেশাল ৬ অক্টোবর বাতিল
৩৮. ট্রেন নম্বর ০৪০৩২ নয়া দিল্লি-গুয়াহাটি স্পেশাল ৩ অক্টোবর বাতিল

Advertisement

ঘুরপথে চলবে যে ট্রেনগুলি
১. ট্রেন নম্বর ০২৪২৪ নয়া দিল্লি-ডিব্রুগড় স্পেশাল ৬ অক্টোবর ভায়া রানিনগর, জলপাইগুড়ি জং, মাথাভাঙ্গা, নিউ কোচবিহার হয়ে যাবে
২. ট্রেন নম্বর ০২৫০৬ নয়া দিল্লি-ডিব্রুগড় স্পেশাল ৩ অক্টোবর ভায়া রানিনগর, জলপাইগুড়ি জং, মাথাভাঙ্গা, নিউ কোচবিহার হয়ে যাবে
৩. ট্রেন নম্বর ০২৫৫০ আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা স্পেশাল ভায়া রানিনগর, জলপাইগুড়ি জং, মাথাভাঙ্গা, নিউ কোচবিহার হয়ে যাবে
৪. ট্রেন নম্বর ০৫৯১০ লালগড়-ডিব্রুগড় স্পেশাল ৫ অক্টোবর ভায়া রানিনগর, জলপাইগুড়ি জং, মাথাভাঙ্গা, নিউ কোচবিহার হয়ে যাবে
৫. ট্রেন নম্বর ০২৪২৩ ডিব্রুগড়-নয়া দিল্লি স্পেশাল ৬ অক্টোবর নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, রনিনগর, জলপাইগুড়ি জং হয়ে যাবে
৬. ট্রেন নমব্র ০২৫০৩ ডিব্রুগড়-নয়া দিল্লি স্পেশাল ৬ অক্টোবর নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, রনিনগর, জলপাইগুড়ি জং হয়ে যাবে
৭. ট্রেন নম্বর ০২৫০৫ ডিব্রুগড়-নয়া দিল্লি স্পেশাল নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, রনিনগর, জলপাইগুড়ি জং হয়ে যাবে
৮. ট্রেন নম্বর ০৫৬৫৫ কামাখ্যা-শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরা স্পেশাল সামত্তুলা রোড, আলিপুরদুয়ার, শিলিগুড়ি হয়ে যাবে


 

Advertisement