যাত্রীদের জন্য নিত্যনতুন পরিষেবা নিয়ে আসে আইআরসিটিসি। আসন্ন উৎসবের মরশুমেও তা অব্যাহত থাকছে। সামনেই রয়েছে নবরাত্রি (Navratri 2022) ও দুর্গাপুজো (Durga Puja 2022)। তাই এই সময় যাত্রীদের পরিষেবা দিতে আরও তৎপর আইআরসিটিসি। নবরাত্রি ও দুর্গাপুজোতে যাত্রীদের খাওয়াদাওয়ার যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। সেক্ষেত্রে ট্রেনে সফর করার সময় যাঁরা উপোস তথা ব্রত পালন করবেন তাঁদের জন্য থাকছে ব্রত থালি। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে।
খাওয়া দাওয়া দুশ্চিন্তা থাকবে না
এই সিদ্ধান্তের ফলে ট্রেনে ব্রত পালনকারীদের আর খাওয়াদাওয়া নিয়ে কোনও চিন্তা থাকবে না বলেই মনে করা হচ্ছে। IRCTC-র এই ব্রত থালির সুবিধা মিলবে ৪০০ স্টেশনে। এই থালি ১৩২৩ নম্বরে ফোন করে বুক করতে হবে যাত্রীদের। আর তাহলেই কিছুক্ষণের মধ্যে যাত্রীর কাছে পৌঁছে যাবে ব্রত থালি। প্রসঙ্গত, গতবছরই এই ব্যবস্থা করা হয়েছিল।
কী জানাচ্ছে IRCTC?
এই বিষয়ে আইআরসিটিসি-র পিআরও আনন্দ কুমার ঝা বলেন, এই সময় খাওয়াদাওয়া নিয়ে চিন্তায় থাকেন ব্রত পালনকারী যাত্রীরা। আর সে কথা মাথায় রেখেই ব্রত থালির ব্যবস্থা করা হচ্ছে। চাহিদা অনুযায়ী এই পরিষেবা আগামিদিনেও চালু থাকতে পারে।
কত দাম-কী কী থাকছে?
৯৯ টাকা - ফল, পাকোড়া, দই
৯৯ টাকা - ২টি পরোটা, আলুর তরকারি, সাবুদানার ক্ষীর
১৯৯ টাকা - ৪টি পরোটা, ৩ ধরণের তরকারি, সাবুদানার ক্ষীর
২৫০ টাকা - পনির পরোটা, ব্রত মশলা, সিঙ্গারা ও আলুর পরোটা
আরও পড়ুন - DRDO-তে প্রচুর চাকরি, লাখ টাকার ওপরে বেতন, রইল লিঙ্ক