Today Petrol Diesel Price Kolkata : আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত?

আন্তর্জাতিক বাজারে কাঁচাতেলের দামের ওপর প্রতিদিন পেট্রোল-ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা তেলের দাম সমীক্ষা করে জ্বালানির মূল্য নির্ধারণ করে তেল সংস্থাগুলি। প্রতিদিন সকালে বিভিন্ন শহরের তেলের দাম আপডেট করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম। 

Advertisement
আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত?প্রতীকী ছবি
হাইলাইটস
  • জ্বালানির আজকের দাম জারি
  • আজও অপরিবর্তিত দাম
  • দেশের প্রধান ৪ শহরের তেলের মূল্য জেনে নিন

পেট্রোল-ডিজেলের দামের সর্বশেষ আপটেড ঘোষণা করে দিল তেল সংস্থাগুলি (Today Petrol Diesel Price)। বিগত বেশকিছু দিনের মতো আজ বৃহস্পতিবারও জ্বালানির দাম অপরিবর্তিত। সেই অনুযায়ী আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫.১২ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৯.৮৩ টাকা। 

এবার একনজরে দেখে নেওয়া যাক আজ দেশের প্রধান ৪ শহরের জ্বালানির মূল্য -
শহর         পেট্রোল        ডিজেল
দিল্লি          ১০৫.৪১         ৯৬.৬৭
মুম্বই          ১২০.৫১         ১০৪.৭৭
কলকাতা    ১১৫.১২         ৯৯.৮৩
চেন্নাই        ১১০.৮৫        ১০০.৯৪

প্রতিদিন আপডেট হয় পেট্রোল-ডিজেলের দাম
আন্তর্জাতিক বাজারে কাঁচাতেলের দামের ওপর প্রতিদিন পেট্রোল-ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা তেলের দাম সমীক্ষা করে জ্বালানির মূল্য নির্ধারণ করে তেল সংস্থাগুলি। প্রতিদিন সকালে বিভিন্ন শহরের তেলের দাম আপডেট করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম। 

SMS-এর মাধ্যমে জানা যাবে পেট্রোল ডিজেলের দাম
ক্রেতারা শুধুমাত্র একটি SMS করে নিজেদের শহরের পেট্রোল-ডিজেলের দাম জানতে পারবেন। এর জন্য IOCL গ্রাহকদের নিজের শহরের RSP কোড লিখে এসএমএস করতে হবে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে। নিজের শহরের RSP কোড জানতে ক্লিক করুন এখানে।  

আরও পড়ুনআজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে?

 

POST A COMMENT
Advertisement