প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে, কেন্দ্রীয় সরকার সারা দেশে কোটি কোটি কৃষককে প্রতি বছর ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে। ২ হাজার টাকা করে মোট ৩টি কিস্তিতে দেওয়া হয় টাকা। এই টাকা কৃষকদের এনেক কাজেও লাগে। ৩১ মে, মোদী সরকার কৃষকদের কাছে ২ হাজার টাকার একাদশ কিস্তি ট্রান্সফার করেছে। তাতে উপকৃত হয়েছেন দশ কোটিরও বেশি কৃষক। এবার কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী অর্থাৎ দ্বাদশ কিস্তির জন্য। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দ্বাদশ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। সেপ্টেম্বরের শেষে কৃষকরা এই উপহার পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
করতে হবে ই-কেওয়াইসি
তবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীদের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। কারও যদি ই-কেওয়াইসি না করা থাকে তাহলে তিনি পরবর্তী কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন। এই পরিস্থিতিতে কৃষকের অবিলম্বে ই-কেওয়াইসি করে নেওয়া উচিত। এর শেষ তারিখ ৩১ জুলাই। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ই-কেওয়াইসির তারিখ বাড়িয়ে ৩১ জুলাই করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩১ মে একাদশ কিস্তি দিয়েছিলেন। ১০ কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২১ হাজার কোটি টাকা পাঠানো হয়। একইসঙ্গে যদি কোনও কৃষকের এই প্রকল্প সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাহলে সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।
হেল্প লাইন নম্বর
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা টোল ফ্রি নম্বর : ০১১-২৪৩০০৬০৬
পিএম কিষাণ হেল্পলাইন নম্বর : ১৫৫২৬১
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ইমেল আইডি: ই-মেইল আইডি: pmkisan-ict@gov.in
আরও পড়ুন - আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে কতটা বর্ষণ?