scorecardresearch
 

Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী কার্ড না নিলে FIR, Helpline-এ কল, মমতা যা জানালেন...

বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করছে বলে বারবার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল ছবি।
হাইলাইটস
  • স্বাস্থ্যসাথী কার্ডে কড়া মমতা।
  • পুলিশে এফআইআর, হেল্পলাইনে কল।
  • নির্দেশ মমতার।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিবিধ অভিযোগ। বিভিন্ন বেসরকারি হাসপাতালে ওই কার্ড প্রত্যাখ্য়ান রুখতে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে তিনি জানালেন, কেউ কার্ড প্রত্যাখ্যান করলে সঙ্গে সঙ্গে এফআইআর করবেন। সেই সঙ্গে কল করবেন হেল্পলাইন নম্বরে।

প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর সুযোগ পান। এ দিন মুখ্যমন্ত্রীকে জনৈক ব্যক্তি জানান,'স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে সুবিধা হয়েছে গরিব মানুষ। কিন্তু এই কার্ড হাসপাতাল নিচ্ছে না। নার্সিংহোম বলছে, এক মাস পর রিনিউয়াল করতে হবে। তাহলে কি রোগীর অপারেশন হবে না?'

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, রিনিউয়াল তো করাতে হয় না? জবাব আসে,'হ্যাঁ ম্যাডাম।' মমতা বন্দ্যোপাধ্যায় জানান,'এটা রিনিউয়ালের দরকার নেই। কেউ চিকিৎসা করাতে না চাইলে পুলিশকে জানাবে।' তিনি পরামর্শ দেন,'সঙ্গে সঙ্গে এফআইআর করবে।  কেন চিকিৎসা করতে চায়নি সেটা ক্রসচেক করবে পুলিশ। কার্ডের পিছনে হেল্পলাইন নম্বর আছে। ওই নম্বরে কমপ্লেন করবেন। কোনও রিনিউয়াল করতে হয় না। লাইসেন্স বাতিল করে দেব।' 

অতিসম্প্রতি রাজ্যের স্বাস্থ্যকর্তা এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করলে কারণ দর্শাতে বলা হবে। দরকারে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাতিল করা হবে লাইসেন্স। এর পাশাপাশি ভিন রাজ্যে চিকিৎসা করানোর প্রবণতায় রাশ টানার কথাও বলেছেন মমতা। তাঁর কথায়,'খুব ক্রিটিক্যাল যার চিকিৎসা নেই, সেটা ছাড়া বাইরে যাওয়া উচিত নয়।'
 

আরও পড়ুন- কলকাতায় চালু বেসরকারি CNG বাস, ভাড়া নামমাত্র, কোন রুট?

 

Advertisement
Advertisement