অসময়ে মৃত্যু হয়েছে বাঘিনীর। যার জেরে শাবকদের দেখভাল করছে বাঘ। বিরল এই ঘটনা দেখা গেল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পান্না টাইগার রিজার্ভে । গত দুই মাস ধরে বাঘটি শাবকদের খাদ্য জোগাড়ের পাশাপাশি তাদের শিকারের প্রশিক্ষণও দিচ্ছে।
পান্না টাইগার রিজার্ভে (Panna Tiger Reserve) গত ১৫ মে পি-২১৩ (৩২) নম্বর বাঘিনীর মৃত্যু হয়। আর বাঘিনীর মৃত্যুর পর থেকেই আশ্চর্যজনকভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার ৪টি শাবককে। টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ শাবকগুলির তল্লাশি শুরু করে। এরপর কিছুদিন পরেই টাইগার রিজার্ভের একটি ভিডিও ভাইরাল হয়, যা দেখে অবাক হয়ে যান সকলে।
ভিডিওতে দেখা যায় পি-২৪৩ নম্বর বাঘটি নিজের শাবকদের দেখভাল করছে, আর ছানাগুলি পাথরের ওপর খেলা করছে। প্রসঙ্গত গত ১৫ মে হঠাৎই মৃত্যু হয় ওই বাঘিনীর। তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ৪টি শাবককে।
নিখোঁজ ৪টি শাবকের সন্ধান পেতে ওই বাঘটিকে রেডিও কলার পরিয়ে সেটির অবস্থান চিহ্নিত করা হয়। তারপর টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ দেখে, একটি পাথরের ওপর শাবকদের সঙ্গে খেলা করছে বাঘটি। একইসঙ্গে শিকারের প্রশিক্ষণ দিচ্ছে ও খাবার জোগাড় করছে। এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় পার্ক কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, বাঘের এই ধরনের আচরণ সাধারণত দেখা যায় না। সেইদিক থেকে দেখতে গেলে এটি বিরল ঘটনা।