সেলফি যেন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। স্থান, কাল বা পাত্রের বালাই করে আর। যেন ছবি তোলাটাই সবথেকে বড় কাজ। মানুষ কোথায়, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন, সে কথা ভুলে যান। এমনই এক নজির দেখা গেল লখিমপুরে। সেখানে ধরা পড়েছিল ১৬ ফুট লম্বা এক অজগর। তবে কোথায় তা উদ্ধার করা হবে! মানুষ ব্যস্থ সেই ঘটনার ছবি, সেলফি তুলতে।
সেখানে ওই অজগরটিকে দেখা যায়। সেটি উদ্ধারের জন্য খবর যায় বন দফতরে। তারা চলেও আসেন। শুরু হয় উদ্ধার প্রক্রিয়া।
উত্তরপ্রদেশের লখিমপুরের খিরি জেলার ঘটনা। সেখানকার সম্পূর্ণনগর থানা এলাকায় রয়েছে মির্চিয়া গ্রাম। ওই গ্রামের বাইরে গ্রামের ক্ষেতে ওই অজকরটি দেখা যায়। গ্রামের বাসিন্দা মনজিৎ সিং ওই সাপটিকে সেখানে দেখতে পান। দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ। প্রবল ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। আর সোখান থেকে চিৎকার শুরু করে দেন। আর পালিয়ে যান।
আর এই কথা জানার পর সেখানে হামলে পড়ে পুরো গ্রাম। অজস্র মানুষ হাজির হন সেখানে। আর এর মাঝে খবর দেওয়া হয় বন দফতরের কাছেও। যাতে তাঁরা আসেন। এবং সেটি উদ্ধার করে নিয়ে যান।
তারা চলে আসেন। তবে সহজ হয়নি তাঁদের। সাপটিকে ধরতে রীতিমতো কসরত করতে হয় তাঁদের। চলে তিন ঘণ্টার ধরপাকড় প্রক্রিয়া। তারপর শেষ পর্যন্ত সেটিকে ধরা গিয়েছে। মনজিৎ সিং বলেন, ক্ষেতে কাজ করছিলাম। আর তখন সেখানে জলের বোরিংয়ের কাছে ঘাসের কাছে কোনও আওয়াজ কাজে আসে। কী রয়েছে, তা দেখতে যাই। আর তখনই দেখতে পাই ওই অজগরটিকে।
স্থানীয় মানুষজন জানাচ্ছেন, সেখানে থাকা এক কুকুরকে খেতে এসেছিল সাপটি। তবে গ্রামবাসীর আওয়াজে সেটি পালিয়ে যায়। তবে বন দফতরের কর্মীরা সেটি উদ্ধার করেন।