দেশের বেশ কিছু রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমতেই হিমাচলপ্রদেশের পর্যটনস্থলগুলিতে তিল ধারণের জায়গা নেই।
সিমলা থেকে কুলু-মানালি, ধর্মশালার সব জায়গাতেই পর্যটকদের ঢল নেমেছে। সোশ্যাল ডিসেটেন্সিং তো দূর, কারও মুখে মাস্কের বালাই পর্যন্ত নেই।
দিল্লি-সহ উত্তর ভারতে তীব্র গরম পড়েছে। করোনার প্রকোপ কমেছে, ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা বেড়েছে। আর তার ফলশ্রুতি ভয়বাহ করোনার কথা ভুলে সিমলা-কুলু মানালিতে এখন পর্যটকদের ভিড় সামলানো যাচ্ছে না।
রাজধানীতে লকডাউন কার্যত উঠে যেতেই দিল্লিবাসী ভিড় জমিয়েছে সিমলাতে। আর এই বিষয় নিয়েই ট্রোলে ভরিয়েছেন নেটিজেনরা।
Third Wave Covid-19 Virus after receiving invitation from #Manali pic.twitter.com/9XwyMR9Pim
— g0v!ñD $#@®mA (@rishu_1809) July 4, 2021
এতদিন ছিল হাসপাতালে জায়গা নেই, এখন হয়েছে হোটেলে জায়গা নেই--এই ধরনের জোকসে সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে। হ্যাশট্যাগ সিমলা, মানালি (#Shimla, #Manali) টুইটারে ট্রেন্ড করছে।
Different Covid Variants gathering in #Manali like - pic.twitter.com/8Xd2aXRCi0
— g0v!ñD $#@®mA (@rishu_1809) July 4, 2021
শুধু দিল্লি নয়, উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকেও পর্যটকরা ভিড় জমিয়েছেন সিমলা, কুলু-মানালি, ডালহৌসি, সহ নানা ট্যুরিস্ট স্পটে।
#Manali
— RAHUL (@_jain_sahab__) July 4, 2021
🔼Manali in lockdown with less population
🔽Manali after lockdown pic.twitter.com/CUmWp5E8dL
ওই সব জায়গায় ভিড় দেখে মনেই হচ্ছে না দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে হাসপাতালে তিল ধারনের জায়গা ছিল না।
Meanwhile CORONA VIRUS
— Naam me kya rakha h (@Kuch_nahi_rakha) July 4, 2021
#Manali pic.twitter.com/6mHxO9ApZo
অক্সিজেনের হাহাকারে ভুগছিল মানুষ। শ্মশানে মৃতদেহের লম্বা লাইন পড়ে গিয়েছিল।
#3rdWave
— Parimal Srivastava (@iamvishwaranjan) July 5, 2021
After seeing a huge crowd of people in #Manali, #Coronavirus is like .. pic.twitter.com/sYoBLMWmE8
নদীতে কোভিডে মৃতদের দেহ ভাসতেও দেখা গিয়েছে।
#3rdWave#manali
— Biswajit Behera (@Biswa__jit_) July 5, 2021
Coronavirus looking at the gatherings at Manali be like: pic.twitter.com/F28jhXFxzf
সামনে করোনার তৃতীয় ঢেউয়ের খাঁড়া ঝুলছে। এখনও দ্বিতীয় ঢেউ পুরোপুরি সামলে ওঠা যায়নি। ভ্যাকসিনের দুটো ডোজই নেওয়া আছে দেশে এমন মানুষের সংখ্যাও কম। তার মাঝেই কোভিড প্রোটোকল শিকেয় তুলে চলছে পিকনিক, উইকএন্ড কাটানো, ঘোরাঘুরি।
For real😏#Manali pic.twitter.com/armDmc03c6
— Shruti (@shruityfruity) July 4, 2021
মানালির ম্যালে রবিবার সন্ধ্যায় পর্যটকদের ভিড়ের যে ছবিটা এসেছে তা দেখলে চমকে যেতে হয়।
Shocking pictures from #Manali . In search of peace, many people will rest in peace .#thirdwave pic.twitter.com/wiw2BfNazL
— Pratham Negi (@PrathamNegi4) July 4, 2021