scorecardresearch
 

দাঁত উঠছে না, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি অসমের ২ শিশুর

৬ বছরের রইসা রাওজা আহমেদ এবং ৫ বছরের আরিয়ান আহমেদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পৃথক পৃথক চিঠি দিয়েছে। যেখানে দাঁতের সমস্য়ার কথা তুলে ধরেছে তারা। চিঠিতে ওই দুই শিশু লিখেছে, তাদের দুধের দাঁত পড়ে গিয়েছে এবং নতুন দাঁত উঠতে অনেক সময় লাগছে। তাই পছন্দসই খাবার চিবিয়ে খেতে অসুবিধা হচ্ছে তাদের। তাদের সমস্যা শোনার আবেদন জানিয়েই চিঠি দিয়েছে ওই দুই শিশু। 

Advertisement
চিঠি দিল দুই শিশু চিঠি দিল দুই শিশু
হাইলাইটস
  • দাঁত উঠছে না বলে চিঠি
  • মোদী ও হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি ২ শিশুর
  • ফেসবুকে চিঠি ভাইরাল

অসমের দুই শিশুর চিঠি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি লিখেছে ওই দুই শিশু। চিঠিতে দুই শিশু তাদের দাঁতের সমস্যার কথা জানিয়েছে। সেই চিঠিই এখন ভাইরাল। 

৬ বছরের রইসা রাওজা আহমেদ এবং ৫ বছরের আরিয়ান আহমেদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পৃথক পৃথক চিঠি দিয়েছে। যেখানে দাঁতের সমস্য়ার কথা তুলে ধরেছে তারা। চিঠিতে ওই দুই শিশু লিখেছে, তাদের দুধের দাঁত পড়ে গিয়েছে এবং নতুন দাঁত উঠতে অনেক সময় লাগছে। তাই পছন্দসই খাবার চিবিয়ে খেতে অসুবিধা হচ্ছে তাদের। তাদের সমস্যা শোনার আবেদন জানিয়েই চিঠি দিয়েছে ওই দুই শিশু। 

ফেসবুকে ওই দুই শিশুর চিঠি ভাইরাল হয়েছে। চিঠিটি শেয়ার করেছেন শিশুদের কাকা মুখতার আহমেদ। চিঠিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই দুই শিশুর আবেদন, অনুগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। চিঠিতে তারা লিখেছে যে, প্রিয় খাবারগুলি তার ঠিকমতো করে চিবিয়ে খেতে পারছে না। এক শিশু চিঠিতে লিখেছে,' প্রিয় মোদীজি আমার ৩টি দাঁত উঠছে না, ফলে খাবার চিবোতে অসুবিধা হচ্ছে।' গত ২৫ সেপ্টেম্বর শেয়ার করা হয়েছে পোস্টটি। শিশুদের সরল আবেদন বেশ পছন্দ করছেন ফেসবুক ইউজাররা।   

 

Advertisement