নিজের ছোট দুই ভাই-বোনের সঙ্গে মিলে নিজেদের ৫ কোটি টাকার প্রথম বাড়ি কিনল ৬ বছরের এক শিশুকন্যা। ঘটনাটি অস্ট্রেলিয়ার মেলবোর্নের। তিন ভাইবোন পকেট মানি বাঁচিয়ে প্রচুর টাকা জমায়। আর বাকি টাকা দেন তাঁদের বাবা। তারপর ৩ ভাইবোন ৫ কোটি টাকার বাড়ির মালিক হয়ে যায়। 7NEWS-এর সঙ্গে কথা বলার সময় ওই শিশুকন্যা জানায় যে, তাঁর নাম রুবি। তাঁর বয়স ৬ এবং সে তাঁর প্রথম বাড়ি কিনতে চলেছে।
অর্থ রোজগারের জন্য ওই শিশুরা তাদের বাবার কাজেও সাহায্য করে বলে জানা গিয়েছে। তারা তাদের পকেট মানি থেকে থেকে ২ হাজার ডলার করে বাঁচায়। তারপর তাদের বাবাও সাহায্য করেন। যার ফলস্বরূপ তারা প্রায় ৫ কোটি টাকা দামের বাড়ির মালিক হয়। রুবি, গস ও লুসি তিন ভাইবোন মিলে Melbourne থেকে ৪৮ কিলোমিটার দূরে Clyde শহরে এই বাড়িটি কিনেছেন। ওই শিশুদের এই বাড়িটি কেনার পরামর্শ তাদের বাবাই দিয়েছিলেন।
7NEWS-এর সঙ্গে কথা বলার সময় কেম বলেন, এই বইটি তিনি তাঁর শিশুদের জন্য লিখেছেন, যাতে তারা এটা জানতে পারে যে কীভাবে প্রপার্টি তৈরি করতে হয়। এই শিশুরা যে প্রপার্টিটি কিনেছে তার দাম ২০৩২ সালে দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে।