নির্বাচনে মাত্র ১টি ভোট পেলেন প্রার্থী। ঘটনাটি ইতিমধ্যেই চাঞ্চল্য ফেলে দিয়েছে তামিলনাড়ুর রাজনৈতিকমহলে। তামিলনাড়ুর পঞ্চায়েত ভোটে একটিমাত্র ভোট পেয়ে নজির গড়লেন বিজেপি প্রার্থী ডি কার্তিক। বিষয়টি সামনে আসার পরেই ট্যুইটারে ট্রেন্ডিং হয়েছে হ্যাশট্যাগ 'সিঙ্গল ভোট ফর বিজেপি।'
ডি কার্তিক শুধু প্রার্থীই হয়নি, তিনি জেলার যুব মোর্চার সভাপতিও। কিন্তু এহেন নেতা সমর্থন যোগার করতে পারেননি পরিবারের সমস্ত সদস্যদেরও। জানা গিয়েছে তাঁর পরিবারে সদস্য ৫ জন। কিন্তু তাঁদের প্রত্যেকের ভোট পাননি তিনি। কুরুদম্পালয় পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে ঝুলিতে ভোটের সংখ্যা মাত্র ১।
ফলাফল প্রকাশের পরে রীতিমতো ট্রোলড হয়েছেন ডি কার্তিক। এক ইউজার লিখেছেন, প্রচারে যে পোসটারগুলি ডি কার্তক ব্যবহার করেছিলেন সেগুলিতে মোদী-শাহ সহ ৭ জনের ছবি ছিল। কিন্তু তিনি ভোট পেলেন মাত্র ১টি। কেউ কেউ তো ডি কার্তিককে ভোট না দেওয়ার জন্য বাড়ির বাকি ৪ সদস্যের প্রশংসাও করেছেন। যদিও এই প্রসঙ্গে স্বয়ং ডি কার্তিকের দাবি, তিনি বিজেপির টিকিটে নয়, গাড়ি চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন।