টার্গেট পূরণ করতে পারেননি ব্যাঙ্কের কর্মীরা। সেজন্য জুম কলে ম্যানেজারের হুমকি (HDFC Bank)। সেই হুমকি এখন ভাইরাল হয়েছে (Hdfc Bank Video Viral)। কলকাতার ওই ঊর্ধ্বতন অফিসারের এই ব্যবহারের পর তাঁকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যাচ্ছে, জুম কলে বাংলা ভাষায় মিটিং হচ্ছে। আর একজন ম্যানেজার অধীনস্থদের টার্গেট পূরণ নিয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন। তাঁদের তুই তোকারি করছেন এমনকী আকার-ইঙ্গিতে গালিগালাজও করছেন।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর HDFC ব্যাঙ্ক কলকাতার ওই অফিসারকে সাসপেন্ড করে। ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, 'সম্প্রতি সোশ্যাল মিডি্য়ায় একি ভিডিও ভাইরাল হয়েছে। প্রাথমিক তদন্তের পর সংশ্লিষ্ট কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত তদন্তও শুরু হয়েছে।'
An HDFC Bank Senior VP is seen shouting at his employees for not meeting targets
Confirmed from a friend who understands Bengali, he is asking his junior to sell 75 insurance policies in a day🤯
Is this why these bank employees missell us policies and investment products? pic.twitter.com/SGNabDZinRআরও পড়ুন
— CA Kanan Bahl (@BahlKanan) June 5, 2023
ওই ব্রাঞ্চের প্রধান আরও জানিয়েছেন, কর্মক্ষেত্রে এই ধরণের অসদাচরণের জন্য তাঁদের জিরো-টলারেন্স নীতি রয়েছে। সমস্ত কর্মীকে সম্মান করতেই হবে। এটাই নিয়ম। কেউ সেই নিয়ম না মানলে তাঁকে বরদাস্ত করা হবে না ।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হাওয়ার পর অনেকেই দেশে কঠোর শ্রম আইনের আহ্বান জানিয়েছেন। একজন লিখেছেন, 'এটি সমস্ত কোম্পানির ছবি। গোটা দেশে এটা চলছে। এটা কাম্য নয়।'
আর এক ব্যবহারকারী লিথেছেন, 'এটা অবিশ্বাস্য। এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা কোনও ব্যবস্থা নিচ্ছি না বলে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। ঊর্ধ্বতন ম্যানেজমেন্টের মতো কর্মচারীরা এবং আমরা একই সম্মানের প্রাপ্য।'