scorecardresearch
 

চুমু খাওয়া আটকাতে 'No Kissing Zone' বিজ্ঞপ্তি, হইচই মুম্বইয়ে

বিকেল ৫ টা থেকে একেবারে রাত পর্যন্ত। আবাসনের সামনে দাঁড়িয়ে চুমু খাচ্ছেন যুগলরা। যা নিয়ে রীতিমতো বিরক্ত আবাসনের বাসিন্দারা। আর সেই চুমু খাওয়া আটকাতে দিলেন বিজ্ঞপ্তি।

Advertisement
কিসিং জোন বিজ্ঞপ্তি মুম্বইয়ে কিসিং জোন বিজ্ঞপ্তি মুম্বইয়ে
হাইলাইটস
  • বিকেল ৫ টা থেকে একেবারে রাত পর্যন্ত, আবাসনের সামনে দাঁড়িয়ে চুমু খাচ্ছেন যুগলরা
  • যা নিয়ে রীতিমতো বিরক্ত আবাসনের বাসিন্দারা
  • আর সেই চুমু খাওয়া আটকাতে দিলেন বিজ্ঞপ্তি

বিকেল ৫ টা থেকে একেবারে রাত পর্যন্ত। আবাসনের সামনে দাঁড়িয়ে চুমু খাচ্ছেন যুগলরা। যা নিয়ে রীতিমতো বিরক্ত আবাসনের বাসিন্দারা। আর সেই চুমু খাওয়া আটকাতে দিলেন বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে লেখা 'No Kissing Zone'। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'এখানে চুমু খাওয়া যাবে না।' 

এই বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে মুম্বইয়ের বোরিভালি এলাকার সত্যম শিবম সুন্দরম সোশাইটির ঠিক সামনে। আর এই বিজ্ঞপ্তি নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে এলাকায়। তৈরি হয়েছে বিতর্কও। 

কেন এমন বিজ্ঞপ্তি ? 

সূত্রের খবর, লকডাউন চালু হওয়ার সময় থেকে ওই আবাসনের সামনে ভিড় জমাতে শুরু করেছেন যুগলরা। বিকেল হলেই কেউ আসছেন বাইকে আবার কেউ গাড়িতে। আর আবাসনের ঠিক সামনে রাস্তায় দাঁড়িয়ে ঘনিষ্ঠ হয়ে পড়ছেন যুগলরা। আর তা আটকাতেই 'No Kissing Zone' লিখে দিয়েছেন আবাসনের বাসিন্দারা। 

রাস্তায় লেখা নো কিসিং জোন
রাস্তায় লেখা নো কিসিং জোন

এক বাসিন্দা যেমন জানান, তাঁরা চুমু খাওয়ার বিরুদ্ধে নন। তবে তাঁদের আবাসনের সামনেই দিনের পর দিন এই সব হচ্ছে। সেটা তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। ওই ব্যক্তি আরও দাবি করেন, প্রথম প্রথম তাঁরা যুগলদের বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে কেউ কথা শোনেনি। সেই কারণে বাধ্য হয়ে  'No Kissing Zone' লিখেছেন। 

পুলিশের ভূমিকা 

সত্যম শিবম সুন্দরম সোশাইটির বাসিন্দারা আরও জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছিলেন। পুলিশকে ভিডিও দেখিয়েছিলেন। তবে পুলিশের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি। 

ওই সোশাইটির এক মহিলা যেমন জানালেন, বিকেলের পর তাঁদের পক্ষে জানলা খুলে রাখা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ, জানলা খুললেই দেখা যাচ্ছে যুগলরা রাস্তায় দাঁড়িয়ে চুমু খাচ্ছেন। এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতেই তাঁরা 'No Kissing Zone'।

Advertisement

 

Advertisement