একসঙ্গে ৭টি শিশুর জন্ম দিলেন পাকিস্তানের এক মহিলা। এই বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন, আল্ট্রাসাউন্ড সহ অন্যান্য রিপোর্টে জানা যায় মহিলার গর্ভে ৫টি সন্তান রয়েছে। যা জেনে রীতিমতো অবাক হয়েছিলেন তাঁরা। কিন্তু প্রসবের সময় ৭টি সন্তানের জন্ম দেন ওই মহিলা। আপাতত মা সমস্ত সন্তানরা স্থিতিশীল রয়েছে বলেই জানা যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের অ্যাবোটবাদে (Pakistan Abbottabad)। স্থানীয় বাসিন্দা ইয়ার মহম্মদের স্ত্রীয়ের প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিন্না ইন্টারন্যাশনাল হাসপাতালে ইয়ার মহম্মদের স্ত্রী একসঙ্গে ৭ সন্তানের জন্ম দেন। তাদের মধ্যে ৪ জন পুত্র সন্তান এবং বাকিরা কন্যা।
ঘটনায় ইয়ার মহম্মদ যা বললেন...
বিবিসির তথ্য অনুযায়ী ইয়ার মহম্মদ জানিয়েছে, সন্তানদের লালনপালন করতে তাঁর কোনওরকম অসুবিধা হবে না। কারণ তিনি একটি একান্নবর্তী পরিবারে থাকেন এবং সেখানে সবাই তাঁকে সাহায্য করবেন। এর আগে তাঁর আরও ২ কন্যা সন্তান রয়েছে। সেক্ষেত্রে বর্তমানে তাঁর সন্তানের সংখ্যা বেড়ে হল ৯।
চিকিৎসকরা কী বললেন?
এই বিষয়ে চিকিৎসকেরা জানাচ্ছেন, ৮ মাসের গর্ভবতী অবস্থায় তাঁদের কাছে আসেন ওই মহিলা। পরীক্ষায় জানা যায়, তাঁর গর্ভে ৫টি সন্তান রয়েছে। মহিলার রক্তচাপ অত্যন্ত বেশি ছিল এব পেটটিও অতিরিক্ত ফুলে ছিল। যেহেতু মহিলা আগে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে ২ সন্তানের জন্ম দিয়েছেন, তাই এবার অস্ত্রোপচারর করলে ঝুঁকি হতে পারে বলে মনে করেন চিকিৎসকেরা। যদিও পরে চিকিৎসকেদের একটি দল অস্ত্রোপচারের মাধ্যমেই মহিলার প্রসব করান। প্রসবের পর আইসিইউতে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। আপাতত মা ও সমস্ত সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।