সর্প পাচার কোনও নতুন বিষয় নয়। তবে এবার যে ঘটনা সামনে এল, তা জেনে অবাক হয়ে যাবেন। অত্যন্ত বিষাক্ত একটি সাপকে শিপিং কন্টেনারে লুকিয়ে ভারত থেকে পাঠান হল ইংল্যান্ডে। দীর্ঘ পথ অতিক্রম করে সেখানে পৌঁছাল সাপটি।
বিশালাকার সাপটিকে দেখে অবাক হয়ে যান মানুষজন। সেটাকে ধরার জন্য একটি ব্রিটিশ পশু হাসপাতালের কর্মচারিদের ডাকা হয়। সাপটিকে ধরার জন্য বেশ কসরৎও করতে হয় তাঁদের। ইংল্যান্ডের সাউথ এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতালের ফেসবুক পোস্টে ঘটনাটির বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
হাসপাতাল জানাচ্ছে, একটি শিপিং কন্টেনারে থাকা সাপকে ধরার জন্য তদের কাছে ভারত থেকে ফোন যায়। বিবিসর খবর অনুযায়ী, সাপটি পাথরের শিপিং কন্টেনারে ছিল। হাসপাতালের তরফ থেকে সাপটিকে ধরার জন্য একটি দল পাঠান হয়। সেই দলে এক বিশেষজ্ঞ ও এক পশু চিকিৎসকও ছিলেন।
হাসপাতালের দল সহজেই বুঝে যায় যে সাপটি বাইরের কোনও প্রজাতির। ফেসবুক পোস্টে, হাসপাতাল লিখেছে, "ব্রিটিশ বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতি ছাড়াও, আমরা একটি সরীসৃপ সম্পর্কে ফোন পাই, সেটি অবশ্যই সেই দেশে ছিল না, যেখানে তার থাকার কথা।"
হাসপাতালের দলটি পরীক্ষা করে বুঝে গিয়েছিল যে এটি বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ। হাসপাতাল লিখছে," আমরা বুঝতে পেরেছিলাম যে সাপটি কতটা বিপজ্জনক এবং এটি অন্য সব প্রজাতির চেয়ে অনেক বেশি পরিমানে মানুষকে হত্যা করে।"