scorecardresearch
 
Advertisement

Sandip Ghosh Slapped: যে মুহূর্তে সন্দীপ ঘোষের গালে সপাটে চড় পড়ল, VIRAL VIDEO

Sandip Ghosh Slapped: যে মুহূর্তে সন্দীপ ঘোষের গালে সপাটে চড় পড়ল, VIRAL VIDEO

আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সপাটে চড় এক ব্যক্তির। মঙ্গলবার আলিপুর আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আদালত থেকে সন্দীপকে বার করা হচ্ছিল। সেই সময়ই তাঁকে এক ব্যক্তি চড় কষান বলে অভিযোগ। আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে সোমবার সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। এদিন সন্দীপকে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত থেকে সন্দীপকে বেরোনোর সময় তাঁকে এক ব্যক্তি চড় মারেন বলে অভিযোগ।

Advertisement