উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত। যদিও প্রত্য়াশামতো বৃষ্টি হয়নি রবিবার। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি এদিন উধাও। বদলে থেমে থেমে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই।
উত্তরবঙ্গের ওপর অবস্থান করা মৌসুমী অক্ষরেখা এখনও স্বস্থানেই রয়েছে বলে জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত ঘটানোর পরও তা অন্য জেলাতেও ভাল রকম বৃষ্টি হয়ে ঝরছে।
পাশাপাশি দার্জিলিং পার্বত্য এলাকা এবং সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। কারণ গত কয়েকদিন একের পর এক ধস নেমেছে পাহাড়ে। ফলে সতর্ক করা হয়েছে দার্জিলিং, কালিম্পং জেলা প্রশাসনকে।
অন্যদিকে ডুয়ার্সের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর, দক্ষিণ দিনাজপুর, মালদার একাধিক এলাকায় নদীতে জলস্ফীতি হয়েছে। বহু নদীর পাড় ভাঙতে শুরু করেছে। বৃষ্টি টানা হতে থাকায়, আরও ভাঙনের আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ টি জেলায় শেষ কদিনের চেয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ৫ সেপ্টেম্বর সকালের মধ্যে হিমালং সংলগ্ন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখন তেমন গরম অনুভূত হবে না।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।