scorecardresearch
 

দোকান-পাট, গাড়ি বন্ধের সিদ্ধান্তে হাঁফ ছাড়লো শিলিগুড়ির বণিক মহল

সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনার প্রকোপ বেড়েই চলেছে। আর তাই রাজ্যজুড়ে কার্যত লক ডাউনের পথে রাজ্য সরকার। স্কুল, কলেজ আগেই বন্ধ ছিল। এবার সব সরকারি, বেসরকারি দফতর সহ দোকানপাট, বাজারঘাট বন্ধ করে দেওয়া হল। এমনকী যান চলাচলও বন্ধ থাকবে। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালো বণিক মহল।

Advertisement
শিলিগুড়ি শিলিগুড়ি
হাইলাইটস
  • সিদ্ধান্তকে স্বাগত বণিক মহলের
  • লাভের চেয়ে লোকসান বেশি হচ্ছিল
  • মানুষ আগে বাঁচুক দাবি ব্যবসায়ীদের

লকডাউনে আরও কড়াকড়ি সরকার, রাজ্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালো ব্যবসায়ীদের সংগঠন

করোনার প্রকোপ রুখতে সরকারি সিদ্ধান্ত

সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনার প্রকোপ বেড়েই চলেছে। আর তাই রাজ্যজুড়ে কার্যত লক ডাউনের পথে রাজ্য সরকার। স্কুল, কলেজ আগেই বন্ধ ছিল। এবার সব সরকারি, বেসরকারি দফতর সহ দোকানপাট, বাজারঘাট বন্ধ করে দেওয়া হল। এমনকী যান চলাচলও বন্ধ থাকবে। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালো বণিক মহল।

আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছিল

তারা বেজায় খুশি সঙ্গে বন্ধ করে দেওয়ায়। কারণ দিনে ৫ ঘন্টা দোকান খুলে তাদের যা আয় হতো তার চেয়ে বেশি ব্যয় হয়ে যেত। শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি কমতে কমতে ২৫% এসে দাঁড়িয়েছিল। যা নিয়ে চিন্তায় পড়েছিল ব্যবসায়ীরা। কারণ ওই ৫ ঘন্টা দোকান খোলা রেখে তাদের ৫০% খরচই হয়ে যেত। রাস্তায় লোক জন কম থাকায় বিক্রি-বাট্টা ছিল না বললেই চলে। তাই রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সকলে।

চেম্বার অব কমার্সের সিদ্ধান্ত

এ বিষয়ে এবিসি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির আহ্বায়ক সুরজিত পাল জানালেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। আমাদের যত ব্যবসায়ী সমিতি রয়েছে তারাও স্বাগত জানিয়েছে। কারণ সারাদিনে ৫ ঘন্টা খুলে কোনও লাভ হত না উলটে ক্ষতি হত বেশি। এখন তো ভালোই। সকালে খোলা যাবে ৩ ঘন্টা। আর খুলতে পারব না। পুর বন্ধ তো করেনি, এটা খুব ভালো। মানুষ বাঁচলে ব্যাবসা হবে আর ব্যাবসায়ীদেরও সংসার আছে। তাই আমরা এই সিদ্ধান্তের পাশে আছি। বিয়ের কথা মাথায় রেখে শাড়ি ও সোনার দোকান খোলা থাকছে এটাও ভালো। তবে মার্কেটে লোক না আসতে পারলে কোনও দোকান খুলেই লাভ নেই।তবুও পুরো লকডাউন না করে আংশিক লকডাউন করায় সকলের সুবিধা হবে।

Advertisement

স্বাগত জানালেন সিআইআই সদস্যরাও

অন্যদিকে একই ভাবে রাজ্য সরকারের এই আংশিক লকডাউনকে সমর্থন জানালো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি(সি আই আই)। এবিষয়ে সি আই আই চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়ালের সাথে যোগাযোগ করা হলে উনি জানান, এটা দরকার ছিল। করোনা রুখতে আমরা সরকারের সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। তারা এ বছর পুরো লকডাউন করেনি। তাই মানুষের কোনও অসুবিধা হবে না। যেভাবে এই লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে তা যথেষ্ট প্রশংসনীয়। রাজ্য সরকারকে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।

 

Advertisement