অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলায় ফাঁস লাগানো পচাগলা দেহ Unknown Dead Body) উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj)। জানা গেছে বুধবার রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীনগর দেবীতলা এলাকায় একটি ঝোপের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পচাগলা দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই পচা দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকাবাসী। কিন্তু মঙ্গলবার বিকেল থেকে দুর্গন্ধের মাত্রা এতটাই বৃদ্ধি পায়, যে কার্যত অতিষ্ঠ হয়ে ওঠেন তাঁরা। এরপর বুধবার নিজেরাই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঝোপের মধ্যে মধ্য বয়স্ক অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পচাগলা দেহ দেখতে পান। মৃতদেহের গলায় ফাঁস লাগানো ছিল বলে জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের একাংশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। আবার অনেকে মনে করছেন অন্য কোথাও খুন করে ওই ব্যক্তির দেহ এখানে ফেলা হয়েছে। এক্ষেত্রে গলায় ফাঁস লাগিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তাঁরা। যদিও রায়গঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি আত্মহত্যা করেছেন, না কি তাঁকে খুন করে দেহ ওই স্থানে ফেলা হয়েছে তা অবশ্য জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর। অন্যদিকে কীভাবে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে দেহটি ওখানে পড়ে রইল সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন কেউ কেউ।