scorecardresearch
 
Advertisement

VIDEO: খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ যায় যায় অবস্থা পাইথনের

VIDEO: খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ যায় যায় অবস্থা পাইথনের

খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ যায় যায় অবস্থা রক পাইথনের। নাইলনের জালে আটকে রাতভর তড়পাতে থাকল ১০ ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন (Indian Rock Python) প্রজাতির এই সাপটি। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রামের ঘটনা। রবিবার সকালবেলা গ্রামবাসীরা নাইলনের জালের মধ্যে  আটকে থাকা অবস্থায় পাইথন সাপটিকে দেখতে পায়। খবর দেওয়া হয় বন দফতরকে, কিন্তু কোন সাড়া মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। এরপর ধূপগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অরগানাইজেশনকে খবর দেওয়া হয়। পেশায় সাংবাদিক এবং সর্প প্রেমী রনি চৌধুরী খবর পেয়ে ছুটে যান জলঢাকা কুর্শামারি গ্রামে। তারপর নাইলনের জাল কেটে প্রায় এক ঘণ্টার চেষ্টায় জাল বন্দী পাইথন টিকে উদ্ধার করে সর্প বিশারদ মিন্টু চৌধুরীর কাছে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Advertisement