scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

PHOTOS: পয়লা বৈশাখে রানাঘাটের বিখ্যাত ময়ূরপঙ্খী শোভাযাত্রা

ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 1/8

প্রথা মেনে এবারেও রানাঘাটে আয়োজিত হল ময়ূরপঙ্খী শোভাযাত্রা। প্রতি বছর পয়লা বৈশাখের দিনেই রানাঘাট শহরে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 2/8

যদিও করোনার জেরে গতবারে এই শোভাযাত্রার আয়োজন করা হয়নি।

ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 3/8

মূলত ঘোষ সম্প্রদায়ের মানুষেরাই ময়ূরপঙ্খী শোভাযাত্রার জন্য বিশেষ ভাবে উদ্যোগী হন। 

Advertisement
ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 4/8

৩০০ বছরের প্রাচীন এই ময়ূরপঙ্খী শোভাযাত্রাকে ঘিরে রানাঘাটের মানুষের আবেগ ও উচ্ছাস থাকে চোখে পড়ার মতো। এবারেও তার ব্যতিক্রম হয়নি। 

ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 5/8

রাত্রি আটটার কিছু পরে রানাঘাট দক্ষিণ পাড়া থেকে শুরু হয় ময়ূরপঙ্খী শোভাযাত্রা। এরপর রানাঘাটের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের একই স্থানে শেষ হয় শোভাযাত্রাটি। 

ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 6/8

গরুর গাড়ির ওপর কবিগান ,আলোকসজ্জা সমন্বয়ে এই শোভাযাত্রা দেখতে রানাঘাট শহরের রাস্তার দুধারে ভিড় জমান হাজার হাজার মানুষ।

ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 7/8

এদিকে দেশে ফের করোনা ব্যাপক আকার ধারণ করেছে। লাফিয়ে সংক্রমণ বাড়ছে বাংলাতেও। শোভাযাত্রা থেকে করোনা মুক্ত সমাজ গড়ার বার্তাও দেওয়া হয়।

Advertisement
ময়ূরপঙ্খী শোভাযাত্রা
  • 8/8

তবে তার পরেও শোভাযাত্রায় অংশ নেওয়া এবং দেখতে আসা অনেকের মুখেই এদিন মাস্ক দেখা যায়নি।

Advertisement