scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

'রামধ্বনি'র মৃত্যুতে সম্প্রীতির সুর, সত্যিই 'দেশের মহান' গ্রাম

রহিমের কাঁধে 'রাম'-এর দেহ
  • 1/5

গ্রামের নাম 'দেশের মহান'। আসানসোলের জামুড়িয়ার এই গ্রামে ২৩০টি পরিবারের মধ্যে মাত্র ১টি হিন্দু বাড়ি। কিন্তু সেই একমাত্র হিন্দু বাড়ির বিপদের দিনেই পাশে দাঁড়ালো গ্রামের মুসলমান ভাইয়েরা। হিন্দু পরিবারে সদস্যের মৃত্যুতে তার সৎকারের সমস্ত ব্যবস্থা করলেন প্রতিবেশী মুসলমান সম্প্রদায়ের মানুষেরা। চার কাঁধে শবদেহ তাঁরাই নিয়ে গেলে শ্মশানে। সৎকার হল সম্পূর্ণ হিন্দু মতে। সার্থক করলেন গ্রামের নাম, গড়ে তুললেন সম্প্রীতির এক অনন্য নজির।

রহিমের কাঁধে 'রাম'-এর দেহ
  • 2/5

জানা গেছে গ্রামের একমাত্র হিন্দু পরিবারের সদস্য রামধ্বনি রজক নামে ওই বৃদ্ধ বার্ধক্যজনিত কারণে শনিবার অসুস্থ বোধ করেন। সেসময় ওই প্রতিবেশীরাই তাঁকে চিকিৎসার জন্য প্রথমে দুর্গাপুরে নিয়ে যান। অবশেষ রানিগঞ্জের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই বৃদ্ধ।

 

 

 

রহিমের কাঁধে 'রাম'-এর দেহ
  • 3/5

বৃদ্ধের মৃত্যুর পর তাঁর সৎকারের ব্যবস্থাও করেন প্রতিবেশীরাই। চার কাঁধে করে বৃদ্ধের দেহে তাঁরাই নিয়ে যান শ্মশানে।

 

 

 

Advertisement
রহিমের কাঁধে 'রাম'-এর দেহ
  • 4/5

সম্পূর্ণ হিন্দু রীতি অনুসারেই সৎকার করা হয় ওই বৃদ্ধের। গ্রামের মুসলিম ভাইদের আবেদন, এভাবেই সারা বিশ্বজুড়ে গড়ে উঠুক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহানুভূতির ছবি।

 

 

 

গ্রামের নাম সার্থক
  • 5/5

জামুড়িয়ার শেষপ্রান্তে অজয় নদের তীরে এভাবেই নিজেদের গ্রামের নাম সার্থক করেন গ্রামবাসীরা। একইসঙ্গে অশান্ত পৃথিবীর বুকে এঁকে দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত ছবি।

 

 

Advertisement