আজ, সোমবার থেকে শিয়ালদা ডিভিশনে বাড়ল লোকাল ট্রেন। শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় একলপ্তে বাড়ল ২০৬টা ট্রেন।
২০৬টা ট্রেন বাড়ায় দৈনিক ট্রেনের সংখ্যাটা ৬৫৪ থেকে বেড়ে হল ৮৬০। একইসঙ্গে চালু ১২টি মহিলা স্পেশাল।
গত ১১ নভেম্বর ট্রেন চালু হওয়ার পর ধাপে ধাপে বাড়ে সংখ্যা। তবে দুপুর এবং রাতে ট্রেনের সংখ্যাটা কম ছিল। কিন্তু এবার ওই সময় যে ট্রেনগুলি চলছিল না সেগুলিও ফিরিয়ে আনা হল।
এই সংখ্যা বৃদ্ধির জেরে, ব্যারাকপুর, নৈহাটি, ব্যান্ডেল, বারাসত, হাসনাবাদ, বসিরহাট, রানাঘাট, বনগাঁ, লালগোলার মতো শাখায় বাড়ল ট্রেন। অন্যদিকে দক্ষিণে, বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, ক্যানিং, বজবজ, ডায়মন্ডহারবারেও বাড়ল লোকালের সংখ্যা।
রেল কর্তার জানাচ্ছেন, সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রাক করোনা পরিস্থিতর মতো হচ্ছে ট্রেনের সূচি।