scorecardresearch
 

তৃণমূলের 'গোষ্ঠী কোন্দল', আরটিআই ঘিরে বোমাবাজির অভিযোগ

আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের (TMC's Internal Clash) অভিযোগ। এবার পঞ্চায়েতের রেজুলেশন আরটিআই করার ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে (Domkal Murshidabad)। তবে ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের স্বামীর দিকে উঠেছে অভিযোগের আঙুল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ। 

Advertisement
মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজি (নিজস্ব ছবি) মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজি (নিজস্ব ছবি)
হাইলাইটস
  • ডোমকলে তৃণমূলের 'গোষ্ঠী কোন্দল'
  • গোষ্ঠী বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ
  • উদ্ধার সকেট, তদন্তে পুলিশ


আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের (TMC's Internal Clash) অভিযোগ। এবার পঞ্চায়েতের রেজুলেশন আরটিআই করার ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে (Domkal Murshidabad)। তবে ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের স্বামীর দিকে উঠেছে অভিযোগের আঙুল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ। 

জানা গেছে, মুর্শিদাবাদের ডোমকল ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর 15 নাম্বার সংসদের তৃণমূল সদস্য তাসিকুল ইসলাম পঞ্চায়েতের রেজুলেশনের আরটিআই করেন। অভিযোগ যার জেরে তাঁকে হুমকি দিতে থাকে গ্রামের তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার অনুগামীর। লাগাতার হুমকির কারণে ডোমকল থানায় ও ডোমকল মহাকুমা পুলিশের কাছে অভিযোগ জানান তাসিকুল ইসলাম। অভিযোগ এর জেরেই শনিবার রাতে তাঁকে লক্ষ্য করে বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা। যদিও রক্ষা পান তাসিকুল ইসলাম। বোমার আঘাতে কোনও ক্ষয় ক্ষতিরও খবর নেই।

বোমাবাজির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থাকার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় তাজা সকেট। কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাবাজি চালালো তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। এদিকে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত এবং যারা তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাসিকুল ইসলাম। অন্যদিকে এই ঘটনার পর পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে কারও মোবাইল সুইচড অফ থাকায় এবং কেউ ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রসঙ্গত তৃণমূলের অভ্যন্তরে এই ধরনের বিবাদের খবর নতুন নয়। এর আগেও বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে এই ধরণের গোষ্ঠী বিবাদ বা সংঘর্ষের খবর।  দিন কয়েক আগে এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের পারাজ পঞ্চায়েতের করকডাল গ্রাম। তৃণমূলের দুই নেতা বদরুদ্দোজা শেখ এবং সাগর মল্লিকের গোষ্ঠীর মধ্যে বোমাবাজি চলে বলে অভিযোগ। 

Advertisement


 

Advertisement