অসুস্থ তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভর্তি করা হয়ে কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই তাঁর ইসিজি (ECG) হয়েছে বলেই জানা যাচ্ছে। বাকি শারীরিক পরীক্ষা নিরিক্ষাও করছেন চিকিৎসকেরা।
জানা গেছে, শনিবার প্রথম বুকে যন্ত্রণা অনুভব করেন মন্ত্রী অরূপ রায়। সেই সময় হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করছিলেন তিনি। বুকে ব্যাথা অনুভব করায় বাড়ি ফিরে যান মন্ত্রী। বাড়িতে ডেকে পাঠানো হয় চিকিৎসককে। তাঁকে ওষুধ দেন চিকিৎসক। কিন্তু ভোর তিনটে নাগাদ ফের ব্যাথা শুরু হয়। এরপর রবিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। এরপরেই তাঁকে ভর্তি করা হয় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে। মন্ত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই।
প্রসঙ্গত বিগত কিছু দিন ধরেই হাওড়া জেলা তৃণমূলের ফাটল ও ঘাসফুল শিবিরের একাধিক নেতা মন্ত্রীর প্রকাশ্যে মুখ খোলার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে রয়েছেন অরূপ রায়। সেই সমস্ত নেতা মন্ত্রীর সমালোচনা করেছেন অরূপ। বিশেষত সদ্য মন্ত্রীত্ব থেকে পদত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় নাম না করে তোপ দেগেছেন অরূপ রায়। সম্প্রতি কৃষি বিলের বিরোধিথায় জেলায় বিশাল মিছিলও সংগঠিত করেন অরূপবাবু।