গত তিন দিনের একটানা বর্ষণ (Continuous Rain) এর কারনে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা জুড়ে দু লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত৷ বন্যা (Flood)-র কারণে মৃত্যু হয়েছে ৪ জনের৷ ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রেও৷ কেশপুর (Keshpur)-এ বহু মাটির বাড়ি (Mud House) ভেঙে পড়েছে (Broke down) ইতিমধ্যেই৷ জেলায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়ি। বহু মানুষকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণশিবিরে। মোবাইলের ক্যামেরায় ধরা পড়লো সেরকমই এক মাটির বাড়ি ভেঙে পড়ার ছবি৷