scorecardresearch
 

3 Arrested In Tab Scam From Siliguri: ট্যাব কেলেঙ্কারিতে জড়িত শিক্ষকরাও? শিলিগুড়িতে প্রাইমারি টিচার সহ গ্রেফতার ৩

3 Arrested In Tab Scam From Siliguri: সোমবার সকালে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় সেবক রোডের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল ৩ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দিবাকর দাস, গোপাল রায় ও বিশাল ঢালি। দিবাকর স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষকে বলে জানা গিয়েছে।

Advertisement
ট্যাব দুর্নীতির জড়িত সন্দেহে শিলিগুড়ি থেকে প্রাথমিক শিক্ষক সহ গ্রেফতার ৩ ট্যাব দুর্নীতির জড়িত সন্দেহে শিলিগুড়ি থেকে প্রাথমিক শিক্ষক সহ গ্রেফতার ৩

3 Arrested In Tab Scam From Siliguri: ট্যাব কেলেঙ্কারির তদন্ত করতে কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেটিং টিং বা সিট গঠন করেছে। তদন্ত শুরু করতেই একের পর এক নাম সামনে উঠে এসেছে। একাধিক জেলায় অভিযান চালাচ্ছে এই দলটি। এমনই সূত্র ধরে তদন্ত অভিযানের সময় সোমবার সকালে শিলিগুড়ি থেকে সিটের হাতে গ্রেফতার হল ৩ অভিযুক্তষ এর মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষকও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সোমবার সকালে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় সেবক রোডের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল ৩ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দিবাকর দাস, গোপাল রায় ও বিশাল ঢালি। দিবাকর স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষকে বলে জানা গিয়েছে।

ধৃতদের মধ্যে দিবাকর দাসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। বাকি দু’জনের বাড়ি শিলিগুড়িতে। তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ প্রথমে নিয়ে আসে ভক্তিনগর থানায়। এরপর তাদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় দলটি। রবিবার কোচবিহারের দিনহাটাতেও প্রাথমিক স্কুল শিক্ষক মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেফতার করে মালদা পুলিশ। সিটের ধারণা, এই দুর্নীতির সঙ্গে আরও বহু মানুষ যুক্ত রয়েছে। ধৃতদের জেরা করলে সেই নামগুলি মিলবে। 

ট্যাব কেলেঙ্কারিতে ভুক্তভোগী ১৯১১ জন পড়ুয়া বলে সামনে এসেছে। তাদের প্রাপ্য ট্যাবের টাকা তারা পায়নি। সেই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খুঁজতে ও দুর্নীতির শিকড় খুঁজে বের করতে ইতিমধ্যেই  কলকাতা পুলিশ সিট (SIT) গঠন করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করতেই একের পর এক নাম সামনে উঠে এসেছে। এদিন শিলিগুড়ি থেকে প্রাথমিক স্কুলের এক শিক্ষক-সহ ধরা পড়েছেন ৩ জন। শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা।

Advertisement

 

Advertisement