scorecardresearch
 

Dilip Ghosh BJP On Bangladesh: 'হিন্দুদের নিয়ে নেব, তারপর বাংলাদেশের কী হবে?' জলপাইগুড়িতে বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh BJP On Bangladesh: দিলীপ ঘোষের দাবি, বাংলাদেশের ভিতরে জঙ্গি কার্যকলাপের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। এক নেতা বলছেন যে চট্টোগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। কী ভয়াবহ অবস্থা একবার ভাবুন। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কী বুঝতে পারছেন?

Advertisement
'হিন্দুদের নিয়ে নেব, তারপর বাংলাদেশের কী হবে?' জলপাইগুড়িতে বললেন দিলীপ ঘোষ 'হিন্দুদের নিয়ে নেব, তারপর বাংলাদেশের কী হবে?' জলপাইগুড়িতে বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh BJP On Bangladesh: বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। উত্তরবঙ্গে সদস্য অভিযানে শনিবার জলপাইগুড়িতে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েই রাখঢাক না রেখেই বলেন- "বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে। চট্টগ্রাম বন্দর খুলে গিয়েছে। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। যে কটা হিন্দু আছে আমরা নিয়ে নেব। তারপর বাংলাদেশের কী হবে? এদের মাথায় বুদ্ধিও নেই।"

তিনি বলেন, বাংলাদেশের ভিতরে জঙ্গি কার্যকলাপের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। এক নেতা বলছেন যে চট্টোগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। কী ভয়াবহ অবস্থা একবার ভাবুন। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কী বুঝতে পারছেন? তার মানে কী তলে তলে ভারতকে আক্রমণ করার কোনও ছক বা ষড়যন্ত্র করছে ইউনূস সরকার? যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার। কেন না এর পিছনে শুধু বাংলাদেশ নয় পাকিস্তানের মদত রয়েছে। যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান যে পিছনে থেকে ভারতের ওপর হামলা চালাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এরপরেই তিনি বলেন- "কোনওদিন বাংলাদেশে যুদ্ধ করেছে? চুরি করে ভারতে ঢুকে খায়। ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই ওদের শুতে হয়। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি জলটাও বন্ধ করে দেব, বাংলাদেশ বাঁচাবে? কিছু মাথা খারাপ লোক আছে ওখানকার মিডিয়ায় থাকার জন্য নেতা হয়। ওখান কোনও সরকারই নেই। ভারত থেকে ওষুধ না পেয়ে শেষ হয়ে যাবে। একটা হাসপাতাল নেই। চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসে। ভারতের সেনা না গেলে ওদের কচুকাটা করে দিত।"      

এতেই তিনি থামেননি। তিনি বলেন- "গোটা বিশ্বে অন্য ধর্মের লোকেরা ইসলামিক মৌলবাদের শিকার হচ্ছে। যেখানে অন্য ধর্মের লোক নেই সেখানেও একে এপরকে শেষ করে দিচ্ছে। আফগানিস্তান দেখুন, সিরিয়া দেখুন, পাকিস্তান দেখুন। মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। আজকে এত যে মুসলিম দেশ আছে সব জায়গায় রাহাজানি চলছে। সবচেয়ে বেশি উদ্বাস্তু মুসলমান। সবচেয়ে বেশি মানুষ শেষ হয় মুসলিম। আর দেশগুলো তলিয়ে যাচ্ছে। এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিৎ। ভারতের শক্তি আছে, বাংলাদেশকে শেষ করে দেবে। পাকিস্তানের ৯০ হাজার সেনাকে বন্দি করে যদি আনতে পারে তাহলে বাংলাদেশ তো আমাদের কাছে নাস্তা। আমরা ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না। আওয়াজ দেওয়াটাই যথেষ্ট।"

Advertisement

তিনি আরও বলেন- যেদিন থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে হিন্দুরা ওখান থেকে পালিয়ে আসছে। মুসলিম দেশে কোনও হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না। আমরা চাইবো বাংলাদেশে যেন হিন্দুরা শান্তিতে থাকে। ভারত যদি পশ্চিমবঙ্গের পুলিশ যদি পাটিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হয়ে যাবে।

 

সংবাদদাতা-  রাজেন প্রধান

Advertisement