ফের দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। মালদার ইংরেজবাজারে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি স্করপিও গাড়ি। জানা গিয়েছে, দলীয় কর্মসূচি সেরে মানিকচক থেকে ইংলিশ বাজার ফিরছিলেন বিধায়ক। রাত দশটা নাগাদ ইংলিশ বাজার থানার উত্তর রামচন্দ্রপুরের চন্দনপাড়া এলাকায় তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে কালো রঙের একটি স্করপিও গাড়ি। গাড়ির ডানদিক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। কিছুটা অংশ ভেঙে গিয়েছে। বিধায়কের দাবি, ওই গাড়িতে ছিলেন ইংরেজবাজারের অমৃতি অঞ্চলের যুব তৃণমূল সভাপতি অনিকেত রায়। ইচ্ছা করেই দুর্ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিধায়কের তরফে। গত ২৭ অক্টোবর রাতেও বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারার ঘটনা ঘটে।
মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন ঘটনাটির তদন্ত করা হচ্ছে। যদিও অনিকেত রায় জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। রাস্তায় চলতে গেলে অনেক রকম ঘটনা ঘটতে পারে। ওনার গাড়ি ডান দিকে চেপে যাচ্ছিল। উনি আমার ড্রাইভারকে চড় মারার চেষ্টা করেন। ওনার নিরাপত্তারক্ষীরাও খারাপ ব্যবহার করেছেন। আমিও থানায় অভিযোগ জানিয়েছে।
এই বিষয়ে মালদা জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার বলেন, 'বিধায়কের ড্রাইভার কী অবস্থায় গাড়ি চালাচ্ছে তা দেখা উচিত। বার বার রাতের অন্ধকারে ঘটনা ঘটছে। তাঁকে তো কেউ চেনেন না। বিজেপিরও এটা দেখা উচিত। রাজনৈতিক ফায়দা তোলার জন্যও তিনি এই কাজ করতে পারেন।'