Alipuduar Inicident Madarihat: মোবাইল খারাপ হওয়ায় দোকানে মেরামত করতে দিয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে তাঁর ছবি নিয়ে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল মোবাইল মেরামতকারী যুবকের বিরুদ্ধে। এমনকী ওই ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ডুয়ার্সের মাদারিহাটের রাঙালিবাজনার। এই ঘটনার খবর প্রচার হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে বছরখানেক আগে একই অভিযোগ উঠেছিল।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার আপত্তিকর ছবি ভাইরাল করার পাশাপাশি ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণের বাড়ি ও দোকানে মহিলার যাতায়াত ছিল। বছরখানেক আগেও একই অভিযোগ উঠেছিল অভিযুক্তর বিরুদ্ধে। সে সময় বিষয়টি সালিশি করে মিটিয়েছিলেন স্থানীয়রা। সম্প্রতি ফের ওই মহিলার কয়েকটি আপত্তিকর ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ায়। এরপর ওই তরুণের বিরুদ্ধে ছবি ব্যবহার করে ব্ল্যাকমেল করার অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারিণী পুলিশকে জানান, তিনি ওই তরুণকে মোবাইলটি মেরামত করতে দিয়েছিলেন। সেই সুযোগে অভিযুক্ত তাঁর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়েছে। মাদারিহাট থানার ওসি সঞ্জীব মোদক সংবাদমাধ্যকে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক সম্পর্কে রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের ভাইপো। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছেন ওই পঞ্চায়েত সদস্য। ধৃত বছর তিরিশের ওই তরুণের একটি সাইবার ক্যাফে রয়েছে। পাশাপাশি তিনি মোবাইল ফোন মেরামতেরও কাজ করেন। শুক্রবার ওই মহিলা মাদারিহাট থানায় ওই মর্মে একটি অভিযোগ দায়ের করেন।