scorecardresearch
 

BSF Jawan Suicide At Balurghat: হঠাত্‍ শব্দ, এলিয়ে পড়লেন BSF জওয়ান, হাতে সার্ভিস রিভলভার, বালুরঘাটে মর্মান্তিক ঘটনা

BSF Jawan Suicide At Balurghat: ওই জওয়ান দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর বিওপি এলাকায় ১৬৪ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত রয়েছেন। এদিন কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন বলে জানানো হয়েছে।

Advertisement
হঠাত্‍ শব্দ, এলিয়ে পড়লেন BSF জওয়ান, হাতে সার্ভিস রিভলভার, বালুরঘাটে মর্মান্তিক ঘটনা হঠাত্‍ শব্দ, এলিয়ে পড়লেন BSF জওয়ান, হাতে সার্ভিস রিভলভার, বালুরঘাটে মর্মান্তিক ঘটনা

BSF Jawan Suicide At Balurghat: নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর বিওপিতে। ওই সময় ডিউটিতেই ছিলেন তিনি। 

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে মৃত জওয়ানের নাম নরেন্দ্র সিং। বয়স ৩৩ বছর। মৃত জওয়ানের বাড়ি উত্তর প্রদেশের কিলপুরে বলে জানা গিয়েছে। তবে দীর্ঘদিন ধরে তাঁর পরিবার রায়গঞ্জেই থাকেন। ওই জওয়ান দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর বিওপি এলাকায় ১৬৪ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত রয়েছেন। এদিন কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন বলে জানানো হয়েছে।

বিষয়টি নজরে আসতে সঙ্গে সঙ্গে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে বুধবার রাতেই হাসপাতালে পৌঁছন বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। আজ বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন

তবে ঠিক কী কারণে ওই বিএসএফ জওয়ান আত্মঘাতী হলেন তা নিয়ে ধোঁয়াশায় তার সহকর্মীরা। এদিকে খবর পেয়ে রাতেই বালুরঘাট হাসপাতালে আসেন আইসি শান্তিনাথ পাজা সহ বিশাল পুলিশ বাহিনী। 

 

Advertisement